রবিবার, ২৪ মে, ২০১৫ ০০:০০ টা

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩

সাতক্ষীরায় যাত্রীবাহী বাস খাদে, নিহত ৩

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে দুই নারীসহ ৩ জন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা তালা উপজেলার সুভাষিনী মহিলা ডিগ্রী কলেজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল ইসলাম রেজা জানান, খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সুভাষিনী এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী খুলনা জেলার ডুমুরিয়ার উপজেলার দোলনা এলাকার সুজীত ঘোষের স্ত্রী চম্পারানী (২২), সাতক্ষীরার পাটকেলাঘাটা থানার বড়বিলা গ্রামের টুম্পা (২০)-সহ তিনজন নিহত হয়। নিহত অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি।

এ সময় খুলনার ডুমুরিয়ার মঠবাড়ীয়া গ্রামের সেলিনা খাতুন(২০),কয়রার ধুলুণ্ডার গ্রামের ফজলু মোল্যা (৬০), আব্দুল খালেক (৪৫), যশোর জেলার মনিরামপুরের সুভাষ দাস (৩১) ও তার কন্যা অনন্যা দাস (৩), কেশবপুরের নিরাপদ দাস (৬৫),সাতক্ষীরার তালার উত্তম ঘোষ (৩১)সহ কমপক্ষে ২০ জন আহত হয়। আহতদেরকে স্থানীয় ক্লিনিকসহ তালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদিকে, শিশু অনন্যা দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে স্থানতরিত করা হয়েছে।

দুর্ঘটনার পরপরি খবর পেয়ে সাতক্ষীরা থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায়।
 

 

বিডি-প্রতিদিন/ ২৪ মে, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর