সোমবার, ২৫ মে, ২০১৫ ০০:০০ টা

মুক্তিপণ না পেয়ে কুড়িগ্রামের ব্যবসায়ীকে বগুড়ায় হত্যা

মুক্তিপণ না পেয়ে কুড়িগ্রামের ব্যবসায়ীকে বগুড়ায় এনে হত্যা করেছে দুর্বৃত্তরা। এছাড়া চার জেলায় খুন হয়েছেন আরও চারজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-
কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে কাপড় ব্যবসায়ী আবু মোতালেব চান মিয়াকে অপহরণ করে বগুড়ায় এনে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ গত বৃহস্পতিবার অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধার করার পর গতকাল তার পরিচয় নিশ্চিত হয়েছে। বগুড়া সদর থানার ওসি জানান, মোতালেব ভুরুঙ্গামারি থানার দিয়াডাঙ্গা গ্রামের সোলায়মান আলীর ছেলে। মাগুরায় গৃহবধূ : সদর উপজেলার আঠারখাদা গ্রামে গৃহবধূ রিক্তা খাতুনকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গতকাল তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজশাহীতে অটোচালক : মহানগরীতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পেছনে ড্রেন থেকে গতকাল অটোরিকশাচালক নাহিদের মরদেহ লাশ উদ্ধার করেছে পুলিশ। পটুয়াখালীতে যুবক : মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া এলাকা থেকে গতকাল জাফর আহমেদ নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গাইবান্ধায় গৃহবধূ : গোবিন্দগঞ্জ উপজেলায় স্বামীর মারপিটে গৃহবধূ লাকীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল উপজেলার ধুনদিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। এছাড়া, শরীয়তপুরের ডামুড্যা উপজেলার জয়ালু গ্রামে পরিত্যক্ত ঘর থেকে তারেক রহমান নামে এক শিশু ও ঠাকুরগাওয়ের রানীশংকৈলে বাসন্তি বালা নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সর্বশেষ খবর