শিরোনাম
সোমবার, ২৫ মে, ২০১৫ ০০:০০ টা

গৌরীপুর উপজেলা চেয়ারম্যান হিরণ সাময়িক বরখাস্ত

গৌরীপুর উপজেলা চেয়ারম্যান হিরণ সাময়িক বরখাস্ত

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আহাম্মদ তায়েবুর রহমান হিরণকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ।

আজ সোমবার বিকেলে সংশ্লিষ্ট বিভাগ থেকে এ সংক্রান্ত একটি আদেশ ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দূররে শাহাওয়াজ স্থানীয় সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণের বিরুদ্ধে ১৪ টি মামলার অভিযোগপত্র আদালতে জমা হয়েছে। এরই প্রেক্ষিতে তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ সংক্রান্ত চিঠি স্থানীয় সরকার বিভাগ থেকে পাঠানো হয়েছে।

বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রায় ৩ মাসের আন্দোলন সংগ্রামে রাজপথে না থাকলেও তার বিরুদ্ধে গৌরীপুর থানায় সন্ত্রাস ও নাশকতার অভিযোগে দু’টি মামলা হয়। এছাড়াও নিজ দলের প্রতিপক্ষদের দায়ের করা একাধিক মামলার আসামি হিরণ।

এ বিষয়ে যোগাযোগ করা হলে সাময়িক বরখাস্তকৃত উপজেলা চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ বলেন, বরখাস্তের খবরটি শুনেছি। তবে কোন চিঠি পাইনি। সম্পূর্ণ রাজনৈতিক কারণেই আমাকে ফাঁসানো হয়েছে।

বিডি-প্রতিদিন/ ২৫ মে ১৫/ সালাহ উদ্দীন  

সর্বশেষ খবর