মঙ্গলবার, ২৬ মে, ২০১৫ ০০:০০ টা
তিনটি হত্যামামলার রায়

একজনের ফাঁসি, যাবজ্জীবন ১০

বগুড়া, কুষ্টিয়া ও দিনাজপুরে তিনটি হত্যামামলার রায়ে একজনের ফাঁসি ও ১০ জনের যাবজ্জীবন দণ্ডাদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে বগুড়ায় সেবিকা হত্যার দায়ে মৃত্যুদণ্ড এবং কুষ্টিয়ায় শিশু ও দিনাজপুরে গৃহবধূ খুনের মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

বগুড়া : শেরপুরে হোসনে আরা নামে এক সেবিকাকে ধর্ষণের পর হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আরিফুল বারী পাবনা সদর উপজেলার আকুয়া খাঁপাড়ার আবুল কাসেমের ছেলে। বগুড়া জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক হাফিজার রহমান গতকাল এই রায় ঘোষণা করেন। কুষ্টিয়া : অপহরণের পর মুক্তিপণ না পেয়ে এক শিশুকে হত্যার দায়ে নয়জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান গতকাল এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন, আকতার গাছী ওরফে আলতাফ হোসেন, রিজিয়া খাতুন, আজাদ, মিনহাজ উদ্দিন, হায়তুল ইসলাম, আনারুল ইসলাম, সাহাবুল হক, এনামুল হক ও আসাদুল ইসলাম। দিনাজপুর : বীরগঞ্জ উপজেলার মিরাটুঙ্গী গ্রামে স্ত্রী হত্যামামলায় স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দিনাজপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক মো. মাহমুদুল করিম গতকাল এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আবদুল মালেক মিরাটুঙ্গী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

সর্বশেষ খবর