মঙ্গলবার, ২৬ মে, ২০১৫ ০০:০০ টা
চাঁপাইনবাবগঞ্জ

সম্মেলন না করে কমিটি করায় দুই গ্রুপ মুখোমুখি, উত্তেজনা

সম্মেলন না করে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠন করায় দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে। আশঙ্কা করা হচ্ছে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের। নতুন কমিটি বাতিল দাবিতে পদবঞ্চিতদের একাংশ এরই মধ্যে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। জানা গেছে, ২০১১ সালের ২৪ জুন কেন্দ থেকে ফায়জার রহমান কনককে সভাপতি ও জিয়াউর রহমান আরমানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি প্রায় চার বছরেও জেলা সম্মেলন করতে না পারায় গত এপ্রিলের প্রথম সপ্তাহে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি এক চিঠিতে ৩০ এপ্রিল সম্মেলন করার নির্দেশ দেয়। ওই দিন সম্মেলন না হওয়ায় ১৯ মে শাকিউল ইসলাম শাকিলকে সভাপতি, আরিফুর রহমান রেজা ইমনকে সম্পাদক করে জেলা কমিটি করে চিঠি পাঠায় কেন্দ্রীয় কমিটি। সম্মেলন না করে কেন্দ থেকে কমিটি করে দেওয়ায় পদবঞ্চিত নেতারা এই কমিটির বিরুদ্ধে অবস্থান নেন। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে গত বুধবার চাঁপাইনবাবগঞ্জ শহরে আনন্দ মিছিল করলে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পদবঞ্চিত শহর ছাত্রলীগের সহ-সম্পাদক লেলিন প্রামাণিক জানান, অছাত্র ও মাদকাসক্তদের নিয়ে কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি ঘোষণা করায় ত্যাগী নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। ২৭ মের মধ্যে এ কমিটি বাতিল না করলে নিয়মতান্ত্রিকভাবে আন্দোলনের মাধ্যমে গ্রহণযোগ্য নতুন কমিটি করা হবে। অন্যদিকে নতুন কমিটির সভাপতি শাকিউল ইসলাম শাকিল জানান, নির্ধারিত সময়ের মধ্যে জেলা সম্মেলন না হওয়ায় কেন্দ্রীয় কমিটি নতুন কমিটি ঘোষণা করে। এ কমিটির নেতাদের বিরুদ্ধে একটি অংশ অপপ্রচার চালাচ্ছে বলেও দাবি করেন তিনি।

ভালুকা কমিটির বিরুদ্ধে মামলা

ময়মনসিংহ প্রতিনিধি জানান, ভালুকা উপজেলা ছাত্রলীগের সদ্য ঘোষিত কমিটির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ইফতেকার আহম্মেদ সুজন নামে উপজেলা ছাত্রলীগের এক সদস্য ময়মনসিংহে সিনিয়র জজ আদালতে মামলাটি করেন। ২০ মে আদালত ওই কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পদককে কারণ দর্শানোর নোটিস দেন। নোটিসপ্রাপ্তির সাতদিনের মধ্যে তাদের জবাব দেওয়ার জন্য বলা হয়েছে এবং মামলা শুনানি না হওয়া পর্যন্ত কমিটির দাপ্তরিক কার্যক্রম চালাতে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ভালুকা উপজেলা ছাত্রলীগের চলমান কমিটির সভাপতি খোকন হোসেন ঢালী ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাতিলকে কোনো নোটিস এবং তাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে মনিরুজ্জামান মামুনকে সভাপতি ও শাহরিয়ার হক সজীবকে সাধারণ সম্পদক করে ছাত্রলীগ ভালুকা উপজেলা শাখা কমিটি দেন।

 

সর্বশেষ খবর