মঙ্গলবার, ২৬ মে, ২০১৫ ০০:০০ টা

দুই দল গ্রামবাসীর সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

নোয়াখালীর সদর উপজেলার কিল্লার হাটে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পিয়াস নামে এক স্কুলছাত্র নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ সময় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর হয়। রবিবার রাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার আইয়ুবপুর ও লালাপুর গ্রামবাসীর মধ্যে বিরোধ চলছে। শনিবার ফুটবল খেলা নিয়ে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এর জের ধরে রবিবার রাতে কিল্লারহাটে দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুরুতর আহত হন মাইজদী হরিনারায়নপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র ও আইয়ুবপুর গ্রামের মান্নানের ছেলে। গতকাল সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যায় সে। হবিগঞ্জ ও ফরিদপুরে আহত ২৬ : প্রতিনিধিরা জানান, হবিগঞ্জের বাহুবলের সারংপুর গ্রামে পূর্ববিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। গতকাল দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে, ফরিদপুরের সদর উপজেলার কানাইপুরের মৃগী মধ্যপাড়া গ্রামে জমি নিয়ে সংঘর্ষে আহত হয়েছেন ছয়জন। তাদের ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ খবর