মঙ্গলবার, ২৬ মে, ২০১৫ ০০:০০ টা

অষ্টম স্ত্রীর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

অষ্টম স্ত্রীর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
তিনি ইউপি চেয়ারম্যান। বয়স ৭০। বৌ শব্দটার প্রতি তার আলাদা দুর্বলতা। তাই এ পর্যন্ত বিয়ে করেছেন আটটি। কিন্তু শেষ পর্যন্ত বৌয়ের মামলায়ই কারাগারের ভাত খেতে হল তাকে। কথা হচ্ছে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলার নিলাক্ষীয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমানের।
অষ্টম স্ত্রীর করা মামলায় জামালপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সোমবার দুপুরে তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবি জেলার মেলান্দহ উপজেলার রামদুনিয়াগাছা গ্রামের জহুর উদ্দিনের মেয়ে যমুনা বেগমকে (৩০) ২০০৯ সালের ১৫ জুলাই বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি যৌতুকের জন্য স্ত্রী যুমনা বেগমকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন। এক পর্যায়ে গত বছরের ১৯ ডিসেন্বর জামালপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বামী হবির বিরুদ্ধে একটি মামলা করেন স্ত্রী যমুনা।

যমুনা বেগমের আইনজীবী ইউসুফ আলী জানান, সোমবার দুপুরে মামলার আসামি হবি চেয়ারম্যান আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক মোছা. রোজিনা তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিডি-প্রতিদিন/২৬ মে ২০১৫/ এস আহমেদ

 

সর্বশেষ খবর