বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা

ভালুকা ছাত্রলীগের কমিটি নিয়ে ধূম্রজাল

ময়মনসিংহের ভালুকা উপজেলা ছাত্রলীগের নব ঘোষিত কমিটি নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। বিলুপ্ত কমিটির নেতারা আদালতে অভিযোগ ঠুকে নতুন কমিটি নিয়ে জেলা ছাত্রলীগের বিরুদ্ধে নানা অভিযোগ করছেন। এ নিয়ে দলীয় পরিমণ্ডলে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়ার। দলীয় সূত্র জানায়, স্থানীয় ছাত্রলীগ কর্মী ইফতেখার আহম্মেদ সুজন ময়মনসিহের বিজ্ঞ ভালুকা সিনিয়র জজ আদালতে গত ২০ মে মামলা করেন। এ মামলার প্রেক্ষিতে বিজ্ঞ আদালত নব ঘোষিত ভালুকা উপজেলা শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং জেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিস প্রদান করেন। এ বিষয়ে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম রকিব বলেন, 'মামলা শুনানি না হওয়া পর্যন্ত কমিটির দাপ্তরিক কার্যক্রম চালাতে আদালত অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে এটা নিছক অপপ্রচার। আদালত আমাদের কাছে স্রেফ কারণ দর্শাও নোটিস চেয়েছেন। আমরা শিগগির নোটিসের জবাব দেবো। 'দলীয় শৃঙ্খলা ভঙের অভিযোগে হাইকমান্ডের নির্দেশে নতুন কমিটি গঠনের আগেই ওই কমিটির সভাপতি খোকন হোসেন ঢালী ও কর্মী ইফতেখার আহম্মেদ সুজনকে বহিষ্কার করা হয়'- দাবি করেন রাকিবুল। জেলা ছাত্রলীগের পক্ষে মামলার আইনজীবী এমদাদ হোসেইন জানান, 'আদালত জেলা ছাত্রলীগের প্রতি সন্তুষ্ট হয়ে ২১ জুন নোটিসের জবাব দিতে বলেছেন।'

সর্বশেষ খবর