বুধবার, ২৭ মে, ২০১৫ ০০:০০ টা

কুকুরের কামড়ে শিশুসহ ৬০ জন আহত

কুকুরের কামড়ে শিশুসহ ৬০ জন আহত

সিরাজগঞ্জের তাড়াশে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ কমপক্ষে ৬০ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ও আজ বুধবার এ দু’দিনে উপজেলা মাগুড়াবিনোদ ইউনিয়নের দোবিলা-দেবীপর, নলুয়াকান্দি, গোয়ালগ্রাম ও দক্ষিণ শ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দোবিলা-দেবীপুর গ্রামের রফিকুল ইসলাম, সবুজ আলী, আতিকুর, নয়ন, নাজিদা, রাশেদুল ইসলাম, নয়ন তারেক, জমিলা, আনজিনা, আছিয়া, আছালত, রহিম, শ্রী দেবেশ, আব্দুল এনাম ও জাহানারা ও নলিয়াকান্দির রোকেয়া খাতুন, আতিকুল ও মোবারক হোসেনের নাম পাওয়া গেছে। এদেরকে স্থানীয়ভাবে চিকিত্সা দেয়া হয়েছে।
দোবিলা গ্রামের ইউপি সদস্য আব্দুল মতিন ও শিক্ষক নুুর মোহাম্মদ  জানান, গত দু'দিন ধরে কয়েকটি বেওয়ারিশ কুকুর গণহারে লোকজনকে কামড়াচ্ছে। এতে এলাকাগুলোতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কুকুরের ভয়ে বাচ্চাদের বাড়িতেই রাখছেন।

এদিকে, গত সপ্তাহে  হিউম্যান হেলথের সহযোগিতায় তাড়াশ উপজেলায় জলাতঙ্ক রোগ প্রতিরোধে বেওয়ারিশ কুকুরকে রেভিসিন ভ্যাকসিন দেওয়া হলেও এখনো প্রচুর সংখ্যক বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিনের আওতায় আনা হয়নি বলেও স্থানীয় বাসিন্দরা অভিযোগ করেছেন।

বিডি-প্রতিদিন/২৭ মে ২০১৫/শরীফ

সর্বশেষ খবর