শিরোনাম
বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫ ০০:০০ টা

মাল না পেয়ে দুই স্কুলছাত্রকে নিয়ে গেছে ডাকাতরা

কক্সবাজারের চকরিয়ায় মঙ্গলবার দিবাগত রাতে দুটি বসতবাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় আশানুরূপ মালামাল না পেয়ে দুই বাড়ির দুই স্কুলছাত্রকে অপহরণ করে তারা। ডাকাতদের হামলায় আহত হয়েছেন শিশু, নারীসহ পাঁচজন। অপহৃতরা হলো- জহির আহমদের ছেলে খুটাখালী প্রি-ক্যাডেট গ্রামার স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র রহিম (১২) ও প্রবাসী রশিদ খলিফার ছেলে খুটাখালী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র এহছান (১৪)। তাদের মুক্তির বিনিময়ে মুঠোফোনে পরিবারের কাছে তিন লাখ টাকা দাবি করা হচ্ছে। মঙ্গলবার রাত ৩টার দিকে উপেজলার পাহাড়ি গ্রাম পূর্বগর্জনতলীর নতুন মসজিদের মাইক্যাঘোনায় এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জানান, ইউপি সদস্য ও লোকজনের কাছে শুনেছি দুই ছাত্রকে অপহরণের পর তিন লাখ টাকা মুক্তিপণ চাওয়া হচ্ছে। এ ব্যাপারে জানার জন্য চকরিয়া থানার ওসির মুঠোফোনে একাধিকবার চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি। কক্সবাজার সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ আলম বলেন, দুই স্কুলছাত্র অপহরণের ঘটনা শুনে খুটাখালীতে পুলিশ পাঠিয়েছি। তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

তাড়াশে রাত জেগে পাহারা : সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, তাড়াশ উপজেলার চলনবিল অঞ্চলের ১০ গ্রামের মানুষ ডাকাত আতঙ্কে পাঁচ দিন ধরে পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছেন। তাড়াশ ও নাটোরের সিংড়া উপজেলা সীমান্তবর্তী দিঘুরিয়া, বারুহাস, সাংন্দরা, সোরহাবাড়ি, মনহরপুর, কুসুমদি, সাচানদি, বিনতপুর ও প্রতিরামপুর গ্রামে প্রায়ই রাতেই ডাকাত হানা দেওয়ায় গ্রামবাসী এ ব্যবস্থা নেন। স্থানীয়রা জানান, প্রতিবছর ধান কাটার পরপরই ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় এ অঞ্চলের মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বেগমগঞ্জ প্রবাসীর বাড়িতে ডাকাতি : নোয়াখালী প্রতিনিধি জানান, বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে ইটালী প্রবাসী ফরহাদ হোসেনের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। মঙ্গলবার রাতে ডাকাত দল ঘরের লোকজনের হাত-পা বেঁধে ৩৫-৪০ লাখ টাকার মালামাল লুট করে। ডাকাতের হামলায় আহত হয়েছেন দুজন। ফতুল্লায় ৮ ডাকাত আটক : নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ফতুল্লা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে গতকাল ভোরে আট ডাকাতকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। আটকরা হলেন, ইয়াছিন, মেহেদী, রতন, আলাউদ্দিন, বিল্লাল, দীন ইসলাম, নূর আলম ও মোতালেব।

 

সর্বশেষ খবর