বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫ ০০:০০ টা

লালমনিরহাট এখনো অন্ধকারে

ঝড়ে বিদ্যুৎ সরবরাহ লাইনের তার ছিঁড়ে যাওয়ার চার দিন পার হলেও স্বাভাবিক হয়নি লালমনিরহাটের বিদ্যুৎ ব্যবস্থা। প্রচণ্ড গরমে দুর্ভোগ পোহাচ্ছেন জেলার লাখ লাখ মানুষ। এরই মধ্যে নষ্ট হয়ে গেছে বিভিন্ন বাড়ি ও দোকানে রাখা হাজার হাজার ফ্রিজের নিত্যপণ্য, ভ্যাকসিন ও সাপোজিটর। লালমনিরহাট গ্রিড উপকেন্দ্রের সহকারী প্রকৌশলী আবদুল মান্নান জানান, ভাষ্য, গত শনিবার রাতে ঝড়ে তিস্তা নদীর ওপর দিয়ে যাওয়া বিদ্যুৎ সরবরাহের তার ছিঁড়ে যায়। ঘটনার পরই স্থানীয় বিদ্যুৎ বিভাগের কর্মীরা মেরামতের কাজ শুরু করেন। তাদের পক্ষে পুন:সংযোগ স্থাপন করা সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে ঢাকা ও বগুড়া থেকে প্রকৌশলীরা এসে মেরামতের কাজ শুরু করেন। তবে বিদ্যুৎ পুরোপুরি স্বাভাবিক হতে আরো এক সপ্তাহ সময় লাগবে।

 

সর্বশেষ খবর