বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫ ০০:০০ টা
আটকে রেখে ধর্ষণ

অবশেষে মামলা নিল পুলিশ

অবশেষে মামলা নিল পুলিশ

জেলার গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নের মালপাড়া গ্রামে ৮ম শ্রেণির এক ছাত্রীকে রাতভর আটকে রেখে ধর্ষণের ঘটনায় অবশেষে মামলা নিয়েছে গোসাইরহাট থানা পুলিশ। উল্লেখ্য, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় শরীয়তপুর জেলার গোসাইরহাটের মালপাড়া গ্রামের ৮ম শ্রেণির ছাত্রীকে রবিবার রাতে বাড়ি থেকে উঠিয়ে নিয়ে রাতভর আটকে রেখে হাত ও মুখ বেঁধে পাশবিক নির্যাতন করে একই গ্রামের বখাটেরা। পরদিন মেয়েটিকে আটক অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয়। রাঙ্গুনিয়ার ওসি বিরুদ্ধে মামলা : নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম জানান, রাঙ্গুনিয়া উপজেলার শিলকে ১৩ বছরের শিশু ধর্ষণের ঘটনাকে ধামাচাপা দিয়ে ভিন্নখাতে নিয়ে যাওয়ার অভিযোগে অবশেষে থানার ওসি ও এক এসআইর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ মীর শফিকুল আলমের আদালতে এ মামলাটি করেছেন ধর্ষিতার মা নুর নাহার বেগম। আদালত ভিকটিম ও বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি আমলে নিলেও আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

 

আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ১৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে- রাঙ্গুনিয়া থানার ওসি মো. হুমায়ূন কবির ও শিলক তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মজিবুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের আলামত গোপন ও নষ্ট, জোরপূর্বক মিথ্যা এজাহারে স্বাক্ষর নেওয়া ও ১৩ বছরের শিশুকে ১৮ বছর দেখানোর অভিযোগ আনা হয়। মামলায় বাদী ও ভিকটিমসহ ৬ জনকে সাক্ষী করা হয়েছে।

 

সর্বশেষ খবর