বৃহস্পতিবার, ২৮ মে, ২০১৫ ০০:০০ টা

বাগেরহাটে বাল্য বিয়ের অপরাধে বাপ-বেটা জেলে

বাগেরহাটে বাল্য বিয়ের অপরাধে বাপ-বেটা জেলে

বাগেরহাটের মোড়েলগঞ্জে বাল্যবিয়ের অপরাধে বাবা ও ছেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একইসঙ্গে তাদেরকে এক হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল হালিম বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে আদালত বসিয়ে এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মোড়েলগঞ্জ উপজেলার উত্তর সরালীয়া গ্রামের মো. নাছির উদ্দিন তালুকদার (৫০) ও তার ছেলে মো. শামীম তালুকদার (২২)।

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা গেছে, উপজেলার উত্তর সরালীয়া গ্রামের মো. নাছির উদ্দিন তালুকদারের ছেলে শামীম তালুকদার কাঠালতলা গ্রামের এক এসএসসি পরীক্ষার্থীকে প্রেমের সুবাদে বিয়ে করেন। বিয়ের প্রায় এক মাস পরে শ্বশুরের অসুস্থতার খবর শুনে স্ত্রীকে নিয়ে কাঠালতলা গ্রামে শশুরকে দেখতে যায়। এ সময় শামীমের শ্বশুর মো. মাহাবুব ফরাজী উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে নির্বাহী কর্মকর্তা ওই বাড়িতে গিয়ে শামীম ও তার পিতাকে আটক করেন। পরে আদালত বসিয়ে বাল্যবিয়ের অপরাধে শামীম ও তার পিতাকে দণ্ড দেন।

বিডি-প্রতিদিন/২৮ মে ২০১৫/ এস আহমেদ

সর্বশেষ খবর