শিরোনাম
শুক্রবার, ২৯ মে, ২০১৫ ০০:০০ টা

সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত

কিশোরগঞ্জ, নীলফামারী, ঝিনাইদহ, চাঁদুপর, গাজীপুরের শ্রীপুর, রংপুরের বদরগঞ্জ ও পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় বুধবার রাত ও গতকাল সাতজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর- কিশোরগঞ্জ : সদর উপজেলার শোলমারা এলাকায় গতকাল মোটরসাইকেল থেকে পড়ে মঞ্জিল আহমেদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঞ্জিল করিমগঞ্জ উপজেলার সতের দরিয়া গ্রামের ওয়াহেদ আলী মুন্সীর ছেলে। নীলফামারী : পিকআপ ভ্যানের ধাক্কায় নীলফামারীর ডোমারে বৃদ্ধা শিরোবালার মৃত্যু হয়েছে। ডোমার-নীলফামারী সড়কের হরিণচড়া ইউনিয়নের শালমারা বন্দরপাড়ায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। শিরোবালা ওই এলাকার মানিক চন্দে র স্ত্রী। ঝিনাইদহ : শৈলকুপা উপজেলার ডাঙ্গিপাড়ায় গতকাল শ্যালো ইঞ্জিনচালিত গ্রামবাংলা (স্থানীয় যান) উল্টে রবিন্দ নাথ মণ্ডল নিহত হয়েছেন। তিনি উপজেলার মালিথিয়া গ্রামের অমূল্য মণ্ডলের ছেলে। চাঁদপুর : মতলব দক্ষিণ উপজেলার মতলব-গৌরিপুর-পেন্নাই সড়কে বুধবার সন্ধ্যায় ঈশা মনি নামে এক শিশু পিকআপের ধাক্কায় নিহত হয়েছে। শ্রীপুর : গাজীপুরের শ্রীপুর পৌরসভার গিলারচালা এলাকায় গতকাল ভ্যানচাপায় এক কারখানা শ্রমিক নিহত ও অপর শ্রমিক আহত হয়েছেন। নিহত শফিক স্থানীয় প্যারামাউন্ট টেঙ্টাইল কারখানার উইভিং অপারেটর এবং সিরাজগঞ্জ সদরের দত্তবাড়ি এলাকার মুক্তার হোসেনের ছেলে। বদরগঞ্জ : রংপুরের বদরগঞ্জে ট্রাকচাপায় আশামনি নামে এক স্কুছছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ফারহানা ও রেখা বানু নামের অরও দুই শিক্ষার্থী। উপজেলার বাতাসন ঘুনুর ঘাট নামক এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। সাঁথিয়া : পাবনার সাঁথিয়ায় রেজওয়ান নামে এক কিশোর মুধবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। তিনি উপজেলার পার করমজা গ্রামের আ. রহিমের ছেলে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর