শুক্রবার, ২৯ মে, ২০১৫ ০০:০০ টা

তিন পদে তিন ভাই : এমপি মেয়র উপজেলা চেয়ারম্যান

পিরোজপুর সদরে প্রধান তিনটি পদে জনপ্রতিনিধি আপন তিন ভাই। বড় ভাই এমপি, মেজ ভাই পৌর মেয়র, সেজ ভাই উপজেলা চেয়ারম্যান। এ তিন ভাইয়ের মরহুম বাবা একটানা ৩০ বছর ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।

জানা যায়, পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নের বাসিন্দা একরাম খলিফা ওই ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন একটানা ৩০ বছর। বাবার সময় থেকে ছেলেদের জনসম্পৃক্ততা। চার ভাই একে একে জড়িয়ে পড়েন রাজনীতিতে। বড় ভাই এ কে এম এ আউয়াল ২০০৮ সালের জাতীয় নির্বাচনে পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নেন। আলোচিত জামায়াত নেতা ও দুইবারের এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীকে হারিয়ে তিনি এমপি নির্বাচিত হন। মেজ ভাই হাবিবুর রহমান মালেক পিরোজপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন বড় ভাই এমপি হওয়ার অনেক আগেই।

২০০৩ সালে বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকার সময় বিএনপির এক প্রভাবশালী নেতাকে হারিয়ে জয়লাভ করেন তিনি। এর পর আরেক দফা মেয়র নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে বর্তমান মেয়র হাবিবুর রহমান মালেক। আগামী মেয়াদেও নির্বাচন করার প্রস্তুতি রয়েছে তার। সেজ ভাই মুজিবুর রহমান খালেক গত উপজেলা পরিষদ নির্বাচনে সদর থেকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হয়ে বিজয়ী হন। এক পরিবারের তিন ভাই নির্বাচিত হওয়ার বিষয়ে এমপি এ কে এম এ আউয়ালের দাবি, আমার বাবা ৩০ বছর জনপ্রতিনিধি ছিলেন। জনগণের সঙ্গে আমাদের সেই থেকে সম্পৃক্ততা। জনগণ তাদের প্রয়োজনে পাশে পায় আমাদের। তাই তারাই ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছে।

সর্বশেষ খবর