শনিবার, ৩০ মে, ২০১৫ ০০:০০ টা

ছেলের মোটরসাইকেলে ওড়না জড়িয়ে মায়ের মৃত্যু

নওগাঁর সাপাহারে ছেলের মোটরসাইকেলে ওড়না জড়িয়ে মায়ের মৃত্যু হয়েছে। বাগেরহাটে ভ্যানচালক ও ব্যবসায়ী, পাবনায় দুই ব্র্যাক-কর্মী, সিরাজগঞ্জে বৃদ্ধ ও কৃষক নিহত হয়েছেন। এছাড়া ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় আহত চিকিৎসক মারা গেছেন। প্রতিনিধিদের পাঠানো খবর- নওগাঁর সাপাহারে শুক্রবার সকালে ছেলের মোটরসাইকেলে ওড়না জড়িয়ে ছিটকে পড়ে মা শাহাজাদি বেগমের (৫০) মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার বাখরপুর নয়াপাড়া মোড়ের বাসিন্দা জাহাঙ্গীর আলমের ২য় স্ত্রী শাহাজাদি বেগম অসুস্থ হলে তাকে চিকিৎসার জন্য মোটরসাইকেলযোগে ছেলে সুলতান নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মোটরসাইকেলের পেছনের চাকায় ওড়না জড়িয়ে যায়। এ সময় শাহজাদী রাস্তার ওপর ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে আহত হন। তাকে সাপাহার হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এছাড়া বাগেরহাটের ফকিরহাটে মাইক্রোবাসে ধাক্কায় মুরগীবাহী পিকআপ ভ্যানের চালক ও মুরগি ব্যবসায়ী, পাবনার সাঁথিয়ায় ট্রাক চাপায় মুক্তারা পারভীন (৩৫) ও সিমা খাতুন (২৮) নামে দুই ব্র্যাক কর্মী, সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের আজুগড়ায় বাসের ধাক্কায় ভ্যানযাত্রী ছোরমান আলী (৬৫), বঙ্গবন্ধু সেতু পশ্চিমপার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর এলাকায় রাস্তা পারাপারের সময় ১০ চাকার ট্রাক (ভেহিকল) চাপায় শান্তাহার আলী (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

সর্বশেষ খবর