শনিবার, ৩০ মে, ২০১৫ ০০:০০ টা

সিলেটে চারমাস বেতন নেই ২২ গ্রামপুলিশের

চার মাস ধরে বেতন পাচ্ছেন না সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ২২ গ্রাম পুলিশ। বেতন না পাওয়ায় পরিবারের সদস্যদের নিয়ে তারা মানবেতর জীবন যাপন করছেন। এর মধ্যে রয়েছেন ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের ৫, মাইজগাঁও ইউনিয়নের ১০ ও ঘিলাছড়া ইউনিয়নের ৭ জন গ্রাম পুলিশ। ঘিলাছড়া ইউনিয়নের গ্রাম পুলিশের দফাদার আব্দুল হাই জানান, চার মাস থেকে তিনি কোনো বেতন-ভাতা পাচ্ছেন না। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন। তার অধীনে থাকা আরও ছয়জন গ্রাম পুলিশও বেতন-ভাতা পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। আব্দুল হাই জানান, গ্রাম পুলিশের একজন দফাদার মাসিক দুই হাজার ১০০ টাকা ও মহল্লাদার এক হাজার ৯০০ টাকা বেতন পান। এই টাকা দিয়েই তাদের সংসার চালাতে হয়। কিন্তু বেতন-ভাতা বন্ধ থাকায় তাদের অভাবের সংসার আরও সংকটে পড়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সানোয়ারুল হক চারমাস ধরে গ্রাম পুলিশের বেতন ভাতা বন্ধ থাকার কথা স্বীকার করে বলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা না থাকায় তিনি ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ খবর