শনিবার, ৩০ মে, ২০১৫ ০০:০০ টা

ব্রিজ ভেঙে নদীতে পড়া পাঁচ পরিবহন উদ্ধার

দিনাজপুরে ঝুঁকিপূর্ণ ৯ সেতু

দিনাজপুর-ফুলবাড়ী-ঢাকা মহাসড়কের পার্বতীপুরের আমবাড়ী ইছামতি নদীর বেইলি ব্রিজ ভেঙে নদীতে পড়ে যাওয়া ঢাকাগামী হানিফ পরিবহনের একটি নাইট কোচ, একটি বালুবাহী ট্রাক্টর এবং দুটি পাথর ও একটি টমেটোবাহী ট্রাক উদ্ধার করেছে দমকল বাহিনী। গতকাল রংপুর, দিনাজপুর সদর উপজেলা, বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা দমকল বাহিনীর ৬টি ইউনিট উদ্ধার কাজে অংশ নেয়।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনার পর থেকে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে গতকাল দুপুর থেকে মোস্তাফাপুরের বেজাই মোড় দিয়ে বিকল্প সড়কে যান চলাচল শুরু হয়। দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্রীজের ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত ওজনের মালামালসহ যানবাহন ওঠার ফলে তা ভেঙে যায় বলে জানান সংশ্লিষ্টরা।

এদিকে, দিনাজপুরে আরও ৯টি বেইলি ব্রিজ ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে। এর মধ্যে ফুলবাড়ী সড়কে একটি, সেতাবগঞ্জ সড়কে একটি, বীরগঞ্জ সড়কে একটি, বীরগঞ্জ-পীরগঞ্জ সড়কে তিনটি ও দিনাজপুর পার্বতীপুর সড়কে তিনটি ব্রিজ রয়েছে। এগুলো দিয়ে প্রতিদিন জেলার প্রায় ৩০ লাখ মানুষ চলাচল করছেন। ১৯৮৪-৮৫ সালে তৎকালীন সরকার এই ব্রিজগুলো নির্মাণ করে।

সর্বশেষ খবর