রবিবার, ৩১ মে, ২০১৫ ০০:০০ টা

এসএসসিতে জেলায় সেরা যারা

এএসসি ও সমমান পরীক্ষার ফল গতকাল সারা দেশে একযোগে প্রকাশিত হয়েছে। পাসের হারে এবার শহরের চেয়ে পিছিয়ে নেই মফস্বলের স্কুলগুলো। কোথাও কোথাও বরং গ্রামের স্কুলগুলো রয়েছে এগিয়ে। জেলায় জেলায় সেরা প্রতিষ্ঠান নিয়ে আমাদের আয়োজন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-
বগুড়া : রাজশাহী বোর্ডে প্রথম হয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। বোর্ডে বগুড়া জিলা স্কুলের অবস্থান দ্বিতীয়। আর বোর্ডে পঞ্চম ও জেলায় তৃতীয় হয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। যশোর : জেলায় শীর্ষে রয়েছে পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে যশোর জিলা স্কুল এবং তৃতীয় হয়েছে দাউদ পাবলিক স্কুল। কুমিল্লা : কুমিল্লা বোর্ডে টানা পঞ্চমবারের মতো শীর্ষ স্থানে রয়েছে কুমিল্লা জিলা স্কুল। বোর্ডে দ্বিতীয় হয়েছে নওয়াব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। জেলায় এর পরের স্থানেই রয়েছে কুমিল্লা ক্যাডেট কলেজ। মাদ্রাসা বোর্ডে ১১তম স্থান অর্জন করেছে নাঙ্গলকোটের মৌকারা দারুচ্ছুন্নাত নেছারিয়া ফাযিল মাদ্রাসা। হবিগঞ্জ : জেলায় প্রথম ও সিলেট শিক্ষাবোর্ডে অষ্টম হয়েছে নবীগঞ্জের হোমল্যান্ড আইডিয়াল স্কুল। হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় বোর্ডে নবম ও বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রয়েছে দশম স্থানে। ঠাকুরগাঁও : দিনাজপুর বোর্ডে ১১তম ও জেলায় শীর্ষে রয়েছে ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়।  এর পরেই আছে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়। বোর্ডে এর অবস্থান ১৫তম। জেলায় তৃতীয় হয়েছে পীরগঞ্জ বণিক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। বরগুনা : বরিশাল বোর্ডে সেরা ২০-এর মধ্যে চতুর্থ ও জেলায় প্রথম হয়েছে পাথরঘাটা উপজেলা তাসলিমা মেমোরিয়াল একাডেমি। এ ছাড়া বগীরহাট মাধ্যমিক বিদ্যালয় জেলায় দ্বিতীয় ও পি কে মাধ্যমিক বিদ্যালয় তৃতীয় হয়েছে। পঞ্চগড় : জেলায় প্রথম হয়েছে পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সরকারি উচ্চ বিদ্যালয় রয়েছে দ্বিতীয় স্থানে। দিনাজপুর : দিনাজপুর বোর্ডে ষষ্ঠ ও জেলায় প্রথম হয়েছে আমেনা বাকী রেসিডেনসিয়াল মডেল স্কুল। দিনাজপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ জেলায় দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ব্রাহ্মণবাড়িয়া : কুমিল্লা বোর্ডে ১৫তম এবং জেলায় প্রথম হয়েছে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়। জেলায় এর পরেই রয়েছে যথাক্রমে গভ. মডেল গার্লস হাইস্কুল ও সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। চাঁপাইনবাবগঞ্জ : শীর্ষ অবস্থানে রয়েছে চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়। আর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দ্বিতীয় ও শিবগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয় হয়েছে তৃতীয়। নেত্রকোনা : আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয় জেলায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে।  দ্বিতীয় হয়েছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। পাবনা : জেলায় শীর্ষ ও রাজশাহী বোর্ডে ষষ্ঠ হয়েছে পাবনা ক্যাডেট কলেজ। জেলায় দ্বিতীয় পাবনা জিলা স্কুল এবং তৃতীয় স্থান অর্জন করেছে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। টাঙ্গাইল : ঢাকা বোর্ডে পঞ্চম এবং জেলা সেরা হয়েছে টাঙ্গাইল বিন্দু বাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়। জয়পুরহাট : রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় জয়পুরহাটে প্রথম ও রাজশাহী বোর্ডে ১৯তম হয়েছে। জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে সরকারি বালিকা বিদ্যালয়। এর পরেই আছে পাঁচবিবি বালিকা উচ্চ বিদ্যালয়। ঝালকাঠি : জেলায় সেরা হয়েছে ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এর পরই রয়েছে হরচন্দ্র মাধ্যমিক বালিকা বিদ্যালয়। এ ছাড়া ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা বাংলাদেশ মাদ্রসা বোর্ডে দ্বিতীয় হয়েছে। ঝিনাইদহ : যশোর বোর্ডে শীর্ষ স্থান লাভ করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। গত বছরও প্রতিষ্ঠানটি শীর্ষস্থান অর্জন করেছিল। মুন্সীগঞ্জ : জেলায় এবারও শীর্ষে রয়েছে প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। এর পরই রয়েছে যথাক্রমে কে কে গভ. ইনস্টিটিউশন ও এভিজেএম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। ময়মনসিংহ : ময়মনসিংহ জিলা স্কুল ঢাকা বোর্ডে অষ্টম ও জেলায় প্রথম হয়েছে। এর পরের অবস্থানে রয়েছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ। বোর্ডে এ প্রতিষ্ঠানটির অবস্থান দশম। জেলায় তৃতীয় হয়েছে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।  পিরোজপুর : সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় বরিশাল বোর্ডে অষ্টম ও জেলায় প্রথম হয়েছে। এ ছাড়া কে এম লতিফ ইনস্টিটিউশন বোর্ডে ১১তম ও কলারদোয়ানিয়া মাধ্যমিক বিদ্যালয় ১৪তম স্থান দখল করেছে। চট্টগ্রাম : মাদ্রাসা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় রাউজানের কাগতিয়া এশাতুল উলুম কামিল এম এ মাদ্রাসার শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। চলতি বছর এই মাদ্রাসা থেকে ৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

সর্বশেষ খবর