মঙ্গলবার, ২৩ জুন, ২০১৫ ০০:০০ টা

মাটি ধসে পড়ে ৩ সহোদরের মর্মান্তিক মৃত্যু

মাটি ধসে পড়ে ৩ সহোদরের মর্মান্তিক মৃত্যু

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নলেরচর ইউনিয়নের কেরিংচর এলাকার মেঘনা নদীর পাড়ের মাটি ধসে পড়ে ৩ ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে মেঘনার পাড় থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন: উপজেলার নলেরচর ইউনিয়নের নৌঙ্গরপাড় এলাকার হাসান আলীর ছেলে রিয়াজ উদ্দিন (১০), জিয়াউল হক (৮) ও রাহাত (৫)।

নিহতের চাচা আনোয়ার হোসেন জানান, সোমবার বিকাল ৪টার দিকে মাছ ধরতে বড়শি নিয়ে রিয়াজ, জিয়া ও রাহাত মেঘনা নদীর কূলে যায়। পরে ওই দিন তারা আর বাড়ি ফিরে আসেনি। বিভিন্ন স্থানে মাইকিং করেও তাদের  কোনো সন্ধান পাওয়া যায়নি। বহু খোঁজাখুঁজির এক পর্যায়ে আজ তারা যে স্থানে মাছ ধরতে গিয়েছিল ওই স্থানে গিয়ে খোঁজ নিলে মাটির নিচে একজনের মাথা দেখতে পায়। পরে মাটি সরিয়ে বাকি দু’জনের লাশ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে তারা নদীর তীরে বসে বড়শি দিয়ে মাছ ধরার সময় বৃষ্টিতে উপরের পাড়ের মাটি ভেঙ্গে তাদের ওপর পড়লে তারা ৩ জনকে মাটির নিচে চাপা পড়ে তাদের মৃত্যু হয়।

হাতিয়া থানার (ওসি) নুরুল হুদা তিন সহোদর ভাই মৃত্যর বিষয়টি নিশ্চিত করেছেন।
 

 

বিডি-প্রতিদিন/ ২৩ জুন, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর