বুধবার, ১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২

রাজশাহীতে বাস-ট্রাক সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ঢাকার ধামরাইয়ে দুই বাসের সংঘর্ষে একজন নিহত ও আহত ৬৮ জন। এছাড়া সাতক্ষীরা ও পাবনায় সড়কে প্রাণ গেছে দুজনের। রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বাস-ট্রাকের সংঘর্ষে দুজন নিহত ও আহত হয়েছেন ১০ জন। উপজেলার বসন্তপুর ইটভাটা এলাকায় গতকাল এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, বাসযাত্রী মানিক ও সামাজুল। আহতের মধ্যে ছয়জনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে। ধামরাই : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের কসমচ পুলিশ চেকপোস্টের পাশে গতকাল দুটি বাসের সংঘর্ষ হয়। বাস দুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একজন নিহত ও আহত হন ৬৮ যাত্রী। নিহতের নাম মোসলেম উদ্দিন। তার বাড়ি মানিকগঞ্জ জেলায়। আহতদের মধ্যে ২৪ জনের অবস্থা আশঙ্কাজনক। সাতক্ষীরা : কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক মোকছেদ গাজী নিহত হয়েছেন। মোকছেদ শ্যামনগর উপজেলার কলবাড়ির রব্বানীর ছেলে।  পাবনা : পাবনা-ঈশ্বরদী মহাসড়কের আটমাইল নামক স্থানে গতকাল মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশা সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আবদুস সালামের মৃত্যু হয়েছে।

সর্বশেষ খবর