বুধবার, ১ জুলাই, ২০১৫ ০০:০০ টা
পাবনা সুগার মিল

চিনিতে বেতন পরিশোধ বিপাকে শ্রমিক-কর্মচারী

বেতনের টাকার পরিবর্তে চিনি দেওয়া হচ্ছে পাবনা সুগার মিলের শ্রমিক-কর্মচারীদের। মিলের গুদামে ১০ হাজার মেট্রিক টন চিনি অবিক্রীত থাকায় বকেয়া বেতন পরিশোধে এই অভিনব সিদ্ধান্ত নিয়েছে মিল কর্তৃপক্ষ। এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন মিলের শ্রমিক-কর্মচারীরা। চিনি নিয়ে বিপাকে পড়েছেন তারা। বিক্রি করতে হচ্ছে বাজারের চেয়ে কম দামে। পাবনা সুগার মিলের শ্রমিকনেতা আশরাফুজ্জামান উজ্জল বলেন, মিল কর্তৃপক্ষ লোকসানের দোহাই দিয়ে শ্রমিক-কর্মচারীদের মাসের পর মাস বেতন বকেয়া ফেলেন। ঈদের আগে অনেকে যখন বেতনের জন্য চাপ দেন, তখন কর্তৃপক্ষ বেতনের বদলে চিনি দেওয়া শুরু করেন। চিনি বাজারে বিক্রি করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। এই সুযোগ কাজে লাগিয়ে একটি অসাধু চক্র মিল গেটে বাজারের তুলনায় বস্তাপ্রতি ২০০ টাকা কমে চিনি কিনে নিচ্ছেন। মিলের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ চিনি দেওয়ার কথা স্বীকার করে বলেন, চলতি বছরের এপ্রিল মাস থেকে মিলের শ্রমিক-কর্মচারীদের বেতন বকেয়া রয়েছে। তিন মাসের বেতন বাবদ বকেয়া পড়েছে প্রায় দুই কোটি ৫২ লাখ টাকা। অন্যদিকে মিলের গুদামে পড়ে আছে ১০ হাজার মেট্রিক টন চিনি। যার মূল্য তিন কোটি ৭০ লাখ টাকা। নগদ অর্থ না থাকায় অবিক্রীত চিনি দিয়ে বকেয়া বেতনের সমন্বয় করা হচ্ছে।

সর্বশেষ খবর