বুধবার, ১ জুলাই, ২০১৫ ০০:০০ টা

চাল ও অর্থ বিতরণে অনিয়ম

লক্ষ্মীপুরে জাটকা ও মা ইলিশ রক্ষায় জেলেদের খাদ্য বিকল্প কর্মসংস্থানের জন্য সরকারের বরাদ্দ ভিজিএফ ও অর্থ বিতরণে অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে মানববন্ধন করেছেন জেলেরা। গতকাল বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি লক্ষ্মীপুর শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য দেন, আমীর হোসেন, আলমগীর হোসেন ও মনিরুল ইসলাম। বক্তারা অভিযোগ করেন, জাটকা ও মা ইলিশ রক্ষায় জেলেদের খাদ্য বিকল্প কর্মসংস্থানের জন্য সরকার প্রতি জেলের জন্য চার মাস ৪০ কেজি করে ভিজিএফের চাল ও বিকল্প কর্ম সংস্থানের জন্য ১০ হাজার টাকা দিয়ে থাকেন। কিন্তু প্রকৃত জেলেদের তা না দিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানদের সহয়তায় অসাধু মৎস্য কর্মকর্তারা ৪০ কেজির স্থলে ২৫-২৮ কেজি চাল ও ১০ হাজার টাকার পরিবর্তে ৩-৪ হাজার টাকা করে দিয়ে বাকিটা আত্মসাৎ করছেন।

 

সর্বশেষ খবর