শিরোনাম
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫ ০০:০০ টা

পাবনার পল্লীতে অজ্ঞাত রোগে ৪ জনের মৃত্যু, অসুস্থ অর্ধশত

পাবনার ভুলবাড়িয়া গ্রামে অজ্ঞাত রোগে চারজনের মৃত্যুসহ অর্ধশতাধিক অসুস্থ হয়েছে। গত দুই সপ্তাহে প্রায় অর্ধশতাধিক নারী-পুরুষ অসুস্থ হলে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। এ ঘটনায় পাবনার স্বাস্থ্য প্রশাসনে তোলপাড়ের সৃষ্টি হয়। এ ব্যাপারে একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। গতকাল বুধবার সাঁথিয়া উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কর্মকর্তাসহ মেডিকেল টিমের সদস্যরা গ্রামটি পরিদর্শন করেছেন। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আনিছুর রহমান জানান, ভুলবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কৃষ্ণপুর গ্রামে গত দুই সপ্তাহ ধরে প্রতিদিনই ৪/৫ জন করে অজ্ঞাত রোগে আক্রান্ত হচ্ছে। অসুস্থদের উদ্ধৃতি দিয়ে তিনি আরো জানান, অসুস্থদের প্রথমে মুখে লালা আসে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়, গা ঝিমঝিম করে, মাথা ব্যথা, বমি ভাব ও বমি হয়, পরে অজ্ঞান হয়ে পড়ে। পরে তারা মারা যায় বলে গ্রামবাসী দাবি করেন। গত ১৫ দিনে ওই গ্রামে চারজনের মৃত্যু হয়। তারা হলো আবেদ আলীর ছেলে আব্দুল হান্নান (৪২), সোরহাব হোসেনের ছেলে আবু তাহের (৪৫), নিফাজ উদ্দিনের ছেলে কফিল উদ্দিন মোল্লা (৪২) ও মাহমুদ মাস্টারের স্ত্রী রেখা খাতুন (৪৫)। এছাড়া অসুস্থরা হলেন_ নাজমা খাতুন, মুক্তি, বাছেদ, শাহানারা, আবেদ আলী, রজিনা, ছবেদা, মোতাহার, মুন্নি, সুফিয়া, আরিফা, রাহিমন, সেলিম, রহম, ছাচ্চু, রাসেল, ইনতাজ, আওয়াল, মানিক, সেকেন্দার, আলালসহ প্রায় অর্ধ-শতাধিক। অসুস্থদের মধ্যে বিভিন্ন হাসপাতালে ও স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর সুস্থ হয়েছেন। এদিকে গতকাল বুধবার প্রশাসনের একটি টীম ওই গ্রাম পরিদর্শন করেন। টিমে ছিলেন, সাঁথিয়া উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মো. আনিছুর রহমান, মেডিকেল অফিসার ডা. মুন্নাফুর রহমান। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম জানান, গতকাল তারা গ্রামটি সরেজমিন পরিদর্শন করেছেন। উপজেলা স্বাস্থ্য ও প. প, কর্মকর্তা ডা. মো. আনিছুর রহমানকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি মেডিকেল টিমও গঠন করা হয়েছে। সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. মো. আনিছুর রহমান বলেন, এটা কোন রোগ নয়, মানসিক দুশ্চিন্তায় আতংকিত হয়ে এ ধরনের অসুস্থ হচ্ছেন রোগীরা। আমরা রোগীদের রক্ত, মল মূত্রসহ বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে কোনো রোগের লক্ষণ পাওয়া যায়নি।

 

সর্বশেষ খবর