বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বগুড়ায় ব্রাজিলের গম কাবিখায় বিতরণ

ব্রাজিল থেকে আমদানিকৃত সেই আলোচিত গম বগুড়ায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচিসহ উন্নয়ন খাতে বরাদ্দ ও বিতরণ করা হয়েছে। দুই দফায় প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন বরাদ্দকৃত গমের সিংহভাগ বিতরণ হয়েছে এবং বাকি অংশ এখনো গুদামে রয়েছে। জানা যায়, সম্প্রতি দেশে ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে নানা প্রশ্ন ওঠে। বগুড়ায় চাহিদামতো প্রথম দফায় বরাদ্দ পাওয়া যায় ১ হাজার ৩০০ মেট্রিক টন গম। এ গম রেশন হিসেবে বরাদ্দ না দিয়ে কাবিখা কর্মসূচিসহ উন্নয়ন খাতে বরাদ্দ ও বিতরণ করা হয়েছে। এরপর দ্বিতীয় দফায় আবারও ৩৪৬ মেট্রিক টন গম বগুড়ায় পৌঁছেছে। ওই গম বিতরণ করা হয়নি। এ নিয়ে খাদ্য বিভাগ অনেকটা বিপাকে রয়েছে। বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে রক্ষিত ব্রাজিলের ওই গমের নমুনায় দেখা গেছে, গমের দানা আকারে ছোট। প্যাকেটের কিছু গমে পোকা ধরার মতো কিছু একটা দাগ রয়েছে। পুরনো গমের মতো গন্ধ রয়েছে। বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. জামাল হোসেন জানান, বরাদ্দকৃত প্রায় ১ হাজার ৭০০ মেট্রিক টন গমের মধ্যে আর ২০০ মেট্রিক টনের মতো রয়েছে। গমের দানা আকারে ছোট ও মান খারাপ দেখতে মনে হলেও খাবার উপযোগী।

 

সর্বশেষ খবর