বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫ ০০:০০ টা
গণমাধ্যমকে দেওয়া বিজ্ঞপ্তি

ইউপিডিএফের ছয় কর্মী খুন, আটক ৬৯

পার্বত্যাঞ্চলে গত ছয় মাসে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) ছয় কর্মী খুন ও ৬৯ জনকে আটক করা হয়েছে। ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা স্বাক্ষরিত গণমাধ্যমকে দেওয়া প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার পরিস্থিতির উন্নতির জন্য আট দফা সুপারিশ করা হয়। ইউপিডিএফের মানবাধিকার পরিবীক্ষণ সেলের প্রধান অ্যাড. রিপন চাকমা ইউপিডিএফের ওপর নিষ্ঠুর দমনপীড়ন চলছে উল্লেখ করে জানান, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ইউপিডিএফ ও এর অঙ্গ সংগঠনের ছয় নেতা-কর্মী খুন হয়েছেন। বিভিন্ন ঘটনায় আটক করা হয়েছে অন্তত ৬৯ জনকে। গ্রেফতারদের অধিকাংশ জামিনে ছাড়া পেলেও এখনো ইউপিডিএফের অন্যতম সংগঠক রিকো চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ নেতা রতন স্মৃতি চাকমা, এলটন চাকমাসহ ১৭ জনকে খাগড়াছড়ি এবং দুজনকে রাঙামাটি জেলে আটক রাখা হয়েছে। তিনি আরও বলেন, ছয় মাসে জনসংহতি সমিতির সন্তু গ্রুপের হামলায় ইউপিডিএফের তিন সদস্য ও এক গ্রামবাসী খুন হন। এছাড়া তারা তিনজনকে গুলিতে আহত, তিনজনকে অপহরণ ও ছয়জনকে মারধর করে।

সর্বশেষ খবর