বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ছুটিতে এসে পুলিশের ইয়াবা ব্যবসা, যুবক আটক

ছুটিতে এসে পুলিশের ইয়াবা ব্যবসা, যুবক আটক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৫৫ হাজার ২০০ টাকার ১ হাজার ১৮৪ পিস ইয়াবাসহ দানু মিয়া (৩৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এক পুলিশ কনস্টেবলের দেওয়া ইয়াবা ট্যাবলেট পাচারকালে গতকাল সন্ধ্যায় তাকে আটক করে হারবাং পুলিশ ফাঁড়ির এক দল পুলিশ। ইয়াবাসহ আটক হওয়া যুবক দানু মিয়া উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণপাড়ার মৃত আকরাম উল্লাহর ছেলে। চকরিয়া থানার অফিসার ইনচার্জ প্রভাষ চন্দ্র ধর বলেন, আটকের পর দানু মিয়া প্রাথমিক স্বীকারোক্তিতে জানায়, খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানায় কর্মরত কনস্টেবল (নং-১৭২৮) নুরুল ইসলাম নাহিদ এক মাস আগে কর্মস্থল থেকে ছুটিতে আসেন নিজ বাড়ি উখিয়ার পালংখালীতে। নুরুল হকের ছেলে পুলিশ কনস্টেবল নুরুল ইসলাম নাহিদ ইয়াবা ট্যাবলেটগুলো চট্টগ্রামে নিয়ে যাওয়ার জন্য দানু মিয়ার সঙ্গে চুক্তি করেন। রাতে আটক দানু মিয়া ও কনস্টেবল নুরুল ইসলাম নাহিদকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

ইয়াবাসহ ভিক্ষু আটক : বান্দরবান প্রতিনিধি জানান, গতকাল দুপুরে জেলা শহরের গোরস্থান মসজিদ সংলগ্ন এলাকা থেকে তিন হাজার পিস ইয়াবাসহ ওয়ানাসারা (৩৩) নামে এক বৌদ্ধ ভিক্ষুকে আটক করেছে এনএসআই। তিনি লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের বাসিন্দা থুই শৈ ওয়ার ছেলে।

 

সর্বশেষ খবর