বৃহস্পতিবার, ২ জুলাই, ২০১৫ ০০:০০ টা

হত্যামামলায় চারজনের ফাঁসি, যাবজ্জীবন ৩

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের আলোচিত বাদল সরদার হত্যামামলায় চারজনের ফাঁসি তিনজনকে যাবজ্জীবন দিয়েছেন আদালত। দীর্ঘ শুনানি শেষে বুধবার বিকালে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএস সোলায়মান এই রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- শহীদ সিকদার, নিজাম সিকদার, দুলাল সিকদার ও বাদল সিকদার। যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন- হারুন সিকদার, সালাম সিকদার ও মিনু সিকদার। ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেওয়া হয়। আর দুই আসামি মামলা বিচারাধীন থাকা অবস্থায় মারা যান।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা জায়, ভাণ্ডারিয়া উপজেলার ভিটাবাড়িয়া গ্রামের বাদল সরদারকে পূর্বশত্রুতার জের ধরে ১৯৯৮ সালের ১ সেপ্টেম্বর রাতে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর দিন বাদলের বাবা জামাল উদ্দিন সরদার ভাণ্ডারিয়া থানায় হত্যামামলা করেন। তদন্ত শেষে ১৯৯৯ সালের ২৬ মে পুলিশ ১৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে এ রায় প্রদান করা হলো।

 

সর্বশেষ খবর