রবিবার, ৫ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ঝিনাইদহে সড়কে প্রাণ গেল ঢাবি ছাত্রের

ঝিনাইদহে যাত্রীবাহী মাহেন্দ্র নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র নিহত হয়েছেন। এছাড়া সড়ক দুর্ঘটনায় তিন জেলায় প্রাণ গেছে আরও তিনজনের। প্রতিনিধিদের পাঠানো খবর-

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শিবনগর গুলশান মোড়ে গতকাল সড়ক দুর্ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিনুল ইসলাম (২৬) নিহত হয়েছেন। এ সময় আটত হন আরো আটজন। এদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত আমিনুর যশোরের সদর উপজেলার চুড়ামনকাটি বাগডাঙ্গা গ্রামের জয়নাল ব্যাপারীর ছেলে ও ঢাবির পিস অ্যান্ড কনফ্লিক্ট স্ট্যাডিস বিভাগের মাস্টার্সের ছাত্র। পুলিশ জানায়, কালীগঞ্জের বালিয়াডাঙ্গা বাজার থেকে মাহেন্দ গাড়িতে আমিনুল কালীগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে স্যালো ইঞ্জিনচালিত নসিমনকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মাহেন্দ্রটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। ব্রাহ্মণবাড়িয়া : সরাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও আটজন আহত হয়েছে। শুক্রবার রাত ও গতকাল ভোরে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নির্মাণ শ্রমিক মনজুর ও পথচারী শাহবাজ আলী। টাঙ্গাইলে স্কুলছাত্র : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের বাইমহাটি এলাকায় গতকাল সড়ক দুর্ঘটনায় আহাদ উদ্দিন নামে দশম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে। আহাদ উপজেলা সদরের বাওয়ার রোড এলাকার নাজিম উদ্দিনের ছেলে। ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী নামক স্থানে গতকাল ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন নছিমনের যাত্রী শিশু কবির খান। সে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর গ্রামের জামাল খানের ছেলে।

 

সর্বশেষ খবর