রবিবার, ৫ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বাগেরহাটে ক্রেতা নেই টিসিবির পণ্যের

বাগেরহাটের শরণখোলায় টিসিবি পণ্যের মান খারাপ ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় কোনো ক্রেতা নেই। রমজান উপলক্ষে উপজেলা সদর রায়েন্দা বাজারের চার ডিলারের মধ্যে দুই ডিলার কিছু পণ্য উত্তোলন করলেও সেই পণ্য নিয়ে তারা বিপাকে পড়েছেন। পণ্যের গুণগত মান নিম্ন ও মেয়াদোত্তীর্ণ হওয়ায় ক্রেতাদের কোনো আগ্রহ নেই। ফলে টিসিবির পণ্য উত্তোলন করে হতাশ হয়ে পড়েছেন ডিলাররা। উপজেলা সদর রায়েন্দা বাজারের ব্যবসায়ী ও ডিলার মেসার্স হাওলাদার স্টোরের মালিক মো. মোস্তফা কামাল এবং রায়েন্দা এন্টার প্রাইজের মালিক মো. শহিদুল ইসলাম বলেন, ইতোমধ্যে ১৫ রমজান অতিবাহিত হলেও টিসিবির তেল, চিনি ও ছোলাবুট মোটেও বিক্রি করতে পারেননি তারা। নিম্নমানের পণ্য ফেরত অথবা ক্ষতিপূরণ দাবি করেন তারা। বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানান, ডিলারদের অভিযোগটি লিখিতভাবে জানালে টিসিবি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি বিবেচনা করা হবে।

সর্বশেষ খবর