শিরোনাম
রবিবার, ৫ জুলাই, ২০১৫ ০০:০০ টা

নাগরপুরে সরকারি জায়গা দখলের প্রতিযোগিতা

নাগরপুরে সরকারি জায়গা দখলের প্রতিযোগিতা

নাগরপুরে তেবাড়িয়া হাসপাতালের জায়গা দখল করে অবৈধভাবে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানের একাংশ -বাংলাদেশ প্রতিদিন

টাঙ্গাইলের নাগরপুরে চলছে সরকারি জায়গা দখলের প্রতিযোগিতা। রাতের অাঁধারে যে যেভাবে পারছেন, পজিশন নিয়ে দোকানঘর নির্মাণ করছেন। এরই মধ্যে পাঁচ একর সরকারি জমি বেদখল হয়ে গেছে। জানা গেছে, নাগরপুর উপজেলার সলিমাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দে র নামে পাঁচ একর ৮ শতাংশ ভূমি রয়েছে। এর মধ্যে হাসপাতালের দখলে রয়েছে মাত্র ৯৯ শতাংশ। বাকি চার একর জমি দীর্ঘ দিন অরক্ষিত থাকায় শুরু হয় দখলের প্রতিযোগিতা। ওই জায়গার ইতোমধ্যে মার্কেটসহ কমপক্ষে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সলিমাবাদ ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দে র উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. হরেন্দ নাথ সরকার জানান, হাসপাতালের পাঁচ একর আট শতাংশ জমির মধ্যে চার একরের অধিক বেদখল হয়ে গেছে। এছাড়া হাসপাতালের অভ্যন্তরে বিকালে জমে উঠে মাদকের আড্ডা। বাধা দিলে প্রাণনাশের হুমকি দেন প্রভাবশালীরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিনতি রানী সাহা বলেন, দখলের বিষয়ে লিখিতভাবে যথাযথ কর্তৃপক্ষকে জানানো হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ জানান, তেবাড়িয়া হাসপাতালের জায়গা বেদখলের অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

সর্বশেষ খবর