রবিবার, ৫ জুলাই, ২০১৫ ০০:০০ টা
বিভিন্ন স্থানে পাঁচ হত্যা

সুইপার কলোনিতে মাথা দেহ শ্যামাসুন্দরী খালে

সুইপার কলোনিতে মাথা দেহ শ্যামাসুন্দরী খালে

রংপুরে এক যুবক খুন হয়েছেন। নগরীর সুইপার কলোনীতে তার মাথা আর দেহ পাওয়া গেছে শ্যামাসুন্দরী খালে। নারায়ণগঞ্জে গণপিটুনিতে একজনের মৃত্যু হয়েছে। তিন জেলায় আরও তিনটি হত্যার ঘটনা ঘটেছে। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের খবর-

নিখোঁজের চারদিন পর রংপুর নগরীর জুম্মাপাড়া মারুয়াপট্টি এলাকার সোহেল মিয়ার (২৫) দেহ পাওয়া গেল শ্যামাসুন্দরী খালে। আর মাথা মিললো সদর হাসপাতাল চত্বরে সুইপার কলোনীতে। গতকাল দুপুরে নগরীর দেওয়ানবাড়ি এলাকায় শ্যামাসুন্দরী খাল থেকে সোহেলের দুই টুকরা লাশ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনায় জড়িত সন্দেহে সেনপাড়ার মিলন ও পুরাতন সদর হাসপাতাল চত্বরের সুইপার কলোনীর সুভাষকে আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ বিকালে সুভাষের বাড়ির ল্যাট্রিনের পাশ থেকে সোহেলের মাথা উদ্ধার করে। ৩০ জুন রাত থেকে সোহেল নিখোঁজ ছিলেন বলে তার বাবা সুরুজ মিয়া জানিয়েছেন। আশুলিয়ায় যুবক : ঢাকার আশুলিয়ায় জাকির হোসেন নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাজপুর এলাকার একটি বাশঝাড় থেকে গতকাল তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। জাকির স্থানীয় মোহাম্মদ আলীর গ্রীলের দোকানের কর্মচারী ছিলেন। ঘটনার পর থেকে দোকান মালিক পলাতক। বরিশালে স্কুলছাত্র : বানরীপাড়া উপজেলার বালীপাড়া গ্রামে ডোবা থেকে লেপ-তোষক পেঁচানো অবস্থায় স্কুলছাত্র ইমরানের লাশ গতকাল উদ্ধার করে পুলিশ। ইমরান ওই গ্রামের মীর মজিবর রহমানের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। গাইবান্ধায় অটোচালক : পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজার এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের পাশ থেকে রফিকুল ইসলাম নামে এক অটোরিকশা চালকের গলাকাটা লাশ শুক্রবার রাতে উদ্ধার করা হয়েছে। রফিকুল সাদুল্যাপুর উপজেলার গয়েশপুরের সমেশ আলীর ছেলে। পুলিশের ধারনা দুর্বৃত্তরা তাকে হত্যার পর অটোরিকশা নিয়ে গেছে। সোনারগাঁয়ে গণপিটুনিতে নিহত : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার দড়িকান্দি এলাকায় শুক্রবার রাতে গণপিটুনিতে সোবহান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার দড়িকান্দি এলাকায় রাত ১২টার দিকে পুলিশ টহল দিচ্ছিল। এ সময় সোবহান ও কবির নামে দুই ব্যক্তি পুলিশ দেখে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া দেয়। তারা পালিয়ে দড়িকান্দি এলাকায় নদীতে ঝাঁপিয়ে পড়ে। পরে এলাকাবাসী ডাকাত সন্দেহে পানি থেকে তুলে তাদের গণপিটুনি দেন।

 

 

সর্বশেষ খবর