রবিবার, ৫ জুলাই, ২০১৫ ০০:০০ টা

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

পাবনায় স্ত্রী হত্যা মামলায় এক ব্যাক্তির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেছেন নারী ও শিশু জজ আদালত। আজ রবিবার দুপুরে আদালত এ রায় প্রদান করেন।

দণ্ডাদেশ প্রাপ্ত রাজিব হোসেন (২৮) পাবনা সদর উপজেলার বউবাজার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁশুলি (পিপি) আব্দুস সামাদ খান রতন জানান, ২০১০ সালের শুরুর দিকে পাবনা সদর উপজেলার বউ বাজার এলাকার রাজিবের সাথে একই উপজেলার দুবলিয়া পশ্চিম পাড়ার ওসমান আলীর মেয়ে সোনিয়া খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্বামী রাজিব স্ত্রীকে বিভিন্ন ধরনের নির্যাতন করে আসছিল। এক পর্যায়ে ২০১২ সালের ১০ ডিসেম্বর স্ত্রী সোনিয়াকে শ্বাসরোধ করে হত্যার পর ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখে। পরদিন ঘাতক রাজিবকে আসামি করে মেয়ের বাবা ওসমান আলী বাদী হয়ে পাবনা সদর থানায় একটি মামলা করে। মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য প্রমাণ শেষে দীর্ঘ শুনানির পর নারী ও শিশু নির্যাতন দমন বিষেশ ট্রাইব্যুনালের বিচারক গাজী রহমান এই রায় প্রদান করেন।

আসামি পক্ষের আইনজীবী ছিলেন আইনজীবী তৌফিক ইমাম খান আর রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিশেষ পিপি আব্দুস সামাদ খান রতন।
 

 

বিডি-প্রতিদিন/ ০৫ জুলাই, ২০১৫/ রশিদা

সর্বশেষ খবর