সোমবার, ৬ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে পানি দিয়ে ড্রেসিং

জেলার সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে পানি দিয়ে চলছে রোগীর ড্রেসিং। শনিবার আকস্মিক পরিদর্শনে এলে নওগাঁর সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেনের চোখে পড়ে এ দৃশ্য। তিনি দেখতে পান ভায়োডিন (জীবাণুনাশক মিশ্রণ) দিয়ে রোগীর ক্ষতস্থান পরিষ্কার না করে পানি দিয়ে ড্রেসিং করছেন স্বাস্থ্য কমপ্লেক্সে এমএলএসএস নুরুল ইসলাম। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তাৎক্ষণিক নুরুলকে সাময়িক বরখাস্ত করা হয়। জরুরি বিভাগে উপস্থিত মেডিকেল অ্যাসিস্টেন্ট হামিদুল্লাহ মেজবাহ ও মীর্জা আবু হানিফ এ কাজে বাধা না দেওয়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য স্বাস্থ্য বিভাগের পরিচালক (প্রশাসন) বরাবর চিঠি দেওয়া হয়েছে।

নওগাঁ সিভিল সার্জন ডা. একেএম মোজাহার হোসেন বলেন, ভায়োডিন ছাড়া শুধু পানি দিয়ে ড্রেসিংয়ের ঘটনার পর স্বাস্থ্য কমপ্লেক্সে স্টোর পরিদর্শন করে দেখা যায় সেখানে পর্যাপ্ত পরিমাণ ভায়োডিন রয়েছে। এরপরও ওই রোগীকে দিয়ে বাইরে থেকে ভায়োডিন আনানো হয়েছে। রোগীর কেনা ভায়োডিন রেখে দিয়ে শুধু পানি দিয়ে ড্রেসিং করা হচ্ছিল। তিনি বলেন, এই হচ্ছে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার নমুনা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিভাষ মানির বলেন, 'সবকিছু নিয়মমতো করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। এছাড়া আমার কিছু বলার নেই।'

 

 

সর্বশেষ খবর