বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সুন্দরবনে হুমকিতে মৎস্য সম্পদ

সুন্দরবনে নদী ও খালে চলছে বিষ ঢেলে মাছ নিধন। জলাভূমিতে এভাবে কীটনাশক প্রয়োগের ফলে সুন্দরবনের জীব-বৈচিত্র্য ও মৎস্য সম্পদ হুমকির মুখে পড়ছে। কিছু অসাধু জেলে বনরক্ষীদের সঙ্গে যোগসাজশে পূর্ব-সুন্দরবনের শরণখোলা রেঞ্জের নদী-খালে বিষ প্রয়োগে মাছ শিকার করছে বলে অভিযোগ রয়েছে। জানা গেছে, সুন্দরবনের বাংলাদেশ অংশের এক হাজার ৮৭৪ বর্গ কিলোমিটার জলভাগের ৪৫০টি নদ-নদী ও খালে রয়েছে ২১০ প্রজাতির সাদা মাছ, ২৬ প্রজাতির চিংড়ি, ১৩ প্রজাতির কাঁকড়া ও ৪২ প্রজাতির শামুক-ঝিনুক। আর দুবলারচর শুঁটকিপল্লীসহ এ অঞ্চলে মৎস্য আহরণে প্রত্যক্ষভাবে জড়িত এক লাখ ৫০ হাজার জেলে-মৎস্যজীবী। একটি চিংড়ি পোনা আহরণকালে ৩১৫টি অন্য মাছের পোনা মারা যাওয়ার কারণে সুন্দরবন বিভাগ কারেন্ট জাল ব্যবহার নিষিদ্ধ করে। এই অবস্থায় মৎস্য সম্পদ ধ্বংস করতে একটি চক্র কয়েক বছর ধরে উঠেপড়ে লেগেছে। শরণখোলা বাজার মৎস্য আড়ৎদাররা জানান, প্রতিবছরের মতো এবারও একাধিক চক্র সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে বিষ দিয়ে মাছ ধরতে সক্রিয় হয়ে উঠেছে। পূর্ব সুন্দরবনের (ডিএফও) সহিদুল ইসলাম জানান, বিষ প্রয়োগে মাছ ধরা সহ্য করা হবে না। এই চক্রকে ঠেকাতে সুন্দরনবন বিভাগ সচেষ্ট রয়েছে।

সর্বশেষ খবর