বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বিলুপ্তের পথে পার্বত্যাঞ্চলের জীব-বৈচিত্র্য

বিলুপ্তের পথে পার্বত্যাঞ্চলের জীব-বৈচিত্র্য

পাহাড়ে বন্যহাতির পাল এভাবে ঘুরে বেড়ায় -বাংলাদেশ প্রতিদিন

পার্বত্যাঞ্চলের বিশাল বনজ সম্পদ ও জীব-বৈচিত্র্য এখন বিলুপ্তের পথে। পাহাড়ি অঞ্চলে প্রায় ৭৫ প্রজাতির স্তন্যপায়ী প্রাণি, ১০০ প্রজাতির পাখি, সাত প্রজাতির উভয়চর প্রাণি ও ২৫ প্রজাতির সরীসৃপের অবস্থান ছিল। অপরিকল্পিত জুম চাষ ও নির্বিচরে বৃক্ষ নিধনের ফলে বন্যপ্রাণির নিরাপদ আবাসস্থল ক্রমশ ধ্বংস হয়ে যায়। ফলে পার্বত্যাঞ্চলে বন্যপ্রাণির সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। বিশেষ করে মায়া হরিণ, হাতি, বন্যশূকর, বনছাগল, বিভিন্ন প্রজাতির পাখি এখন বিলুপ্তপ্রায়। অন্যদিকে বন্যপ্রাণির অভয়াশ্রম ধ্বংসের ফলে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে হাতিসহ বিভিন্ন প্রাণী। সম্প্রতি কাপ্তাই উপজেলায় জীবতলী সেনা রিসোর্টের বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে দুটি বন্যহাতি। এর আগে বনদস্যুদের আক্রমণে প্রাণ হারিয়েছে আরও একটি হাতি। রাঙামাটি বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা সালা উদ্দিন জানান, নতুন নতুন এলাকায় জুম চাষের ফলে বনাঞ্চল সংকুচিত হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, নতুন বনায়ন, ইকোপার্ক স্থাপন, বন্যপ্রাণি সংরক্ষণে গেম রিজার্ভ স্থাপন ও সুষ্ঠু বন ব্যবস্থাপনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের ক্ষয়িষ্ণু বনজসম্পদ পুনরুদ্ধার সম্ভব।

 

সর্বশেষ খবর