বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা
লালমনিরহাট পার্বতীপুর ঠাকুরগাঁও রুট

ছয় মাস বন্ধ ডেমু উদ্যোগ নেই চালুর

লালমনিরহাট-পার্বতীপুর-ঠাকুরগাঁও রেলপথে ছয় মাস ধরে ডেমু ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচলকারী যাত্রীরা। দীর্ঘ দিন বন্ধ থাকলেও এ ট্রেনটি চালুর কোনো উদ্যোগ নিচ্ছে না লালমনিরহাট রেলওয়ে বিভাগ। ঈদের আগে ট্রেনটি চালুর দাবি জানিয়ে কয়েকশ যাত্রী শনিবার বিভাগীয় রেলওয়ে ম্যানেজারকে স্মারকলিপি দিয়েছেন। বিভাগীয় রেলওয়ে ম্যানেজার নাজমুল ইসলাম জানান, ট্রেন দুটিতে যান্ত্রিক ত্রুটি আর চালক সংকটের কারণে এই মুহূর্তে চালু করা সম্ভব হচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, ট্রেনটি চীনা কোম্পানি থেকে কেনা। এর অতিরিক্ত যন্ত্রাংশ পাওয়া যায় না, তাই কোনো কারণে নষ্ট হলে আর ভালো করা যাবে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত ৫ জানুয়ারি থেকে এটি বন্ধ রাখা হয়েছে। জানা যায়, ডেমু ট্রেন বন্ধ থাকায় রংপুর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের শত শত শিক্ষার্থীর যাতায়াতে সমস্যা হচ্ছে। ফলে বিঘ্নিত হচ্ছে তাদের লেখাপড়া। অন্যদিকে রংপুরে মেডিকেলসহ অন্য চিকিৎসাপ্রতিষ্ঠানে আসা-যাওয়া করেন এমন রোগীও পড়েছেন দুর্ভোগে। লালমনিরহাট রেলস্টেশন থেকে রংপুর যেতে ভাড়া লাগে ১৩ টাকা। আর বাসের ভাড়া ৬০ টাকা। অনুররূপ ঠাকুরগাঁও রেলস্টেশন থেকে দিনাজপুরের রেলপথে ভাড়া মাত্র ৩০ টাকা, আর বাসভাড়া ৮০ টাকারও বেশি। ডেমু ট্রেন চালু থাকলে সকালে এসে রংপুরের সব কাজ এবং দিনাজপুরে শিক্ষা বিভাগের কাজ সেরে বিকালেই অনায়াসে বাড়ি ফিরতে পারেন যাত্রীসাধারণ ও শিক্ষার্থীরা।

 

সর্বশেষ খবর