বুধবার, ৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা
দ্বিতীয় ধাপেও তালিকায় নেই

এনএস কলেজে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে পুলিশ

এনএস কলেজে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঠেকাতে পুলিশ

নাটোরের নবাব সিরাজ উদদৌলা (এনএস) সরকারি কলেজের নাম দ্বিতীয় ধাপেও প্রথম ধাপের মতো ছাত্র-ছাত্রীদের কোনো তালিকায় না আসায় আবারো এই কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। ছাত্র-ছাত্রী আর অভিভাবকদের ক্ষোভ দমনে কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে। চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে প্রথম ধাপে এই কলেজে নামের তালিকা দেরিতে আসায় ভর্তি প্রক্রিয়ায় অচলাবস্থার সৃষ্টি হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আতাউর রহমান জানান, তার কলেজে তিনটি বিভাগে ৯০০ আসনের বিপরীতে প্রথম দফায় ভর্তির জন্য তিন হাজার ৮০০ ছাত্র-ছাত্রী অনলাইনে ভর্তির আবেদন করেন। সার্ভার ত্রুটির কারণে দেরিতে ইন্টারনেটের মাধ্যমে কলেজের নামের তালিকা আসায় পরের দুদিনে মানবিক বিভাগে ৩৩, বিজ্ঞান বিভাগে ১৩০ এবং বাণিজ্য বিভাগে ৪৯ মিলিয়ে মাত্র ২১২ জন ভর্তি হয়েছে। কলেজে এখনও ৬৮৮টি আসন ফাঁকা। অধ্যক্ষ বলেন, এবার দ্বিতীয় ধাপেও নবাব সিরাজ উদদৌলা কলেজের নামে কোনো তালিকা না আসায় আবারও ভর্তিতে জটিলতা সৃষ্টি হয়েছে।

 

সর্বশেষ খবর