মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

মেঘনায় বিলীন মহাসড়ক

মেঘনায় বিলীন মহাসড়ক

মেঘনায় বিলীন ইলিশা ফেরিঘাট -বাংলাদেশ প্রতিদিন

মেঘনার ভাঙনের কবলে পড়েছে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়ক। ইতোমধ্যে মহাসড়কের ইলিশা ফেরিঘাট এলাকায় দুটি স্থান নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ফলে অনির্দিষ্টকালের জন্য ওই রুটে ফেরি ও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চরম দুর্ভোগে পড়েছেন এ সড়ক ও নৌরুটের যাত্রীরা। অনেকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে উত্তাল মেঘনা পাড়ি দিচ্ছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, গত দুই দিনে ইলিশা ফেরিঘাট এলাকায় প্রায় ৩০০ মিটার রাস্তা, মাছঘাট দোকানপাট, বাগান, বসতবাড়ি বিলীন হয়ে গেছে। ফেরিঘাট সড়কটি নদীগর্ভে চলে যাওয়ায় সদর উপজেলার ইলিশা, রাজাপুর ও বাপ্তা ইউনিয়নের কয়েক লাখ মানুষ রয়েছেন আতঙ্কে। যে কোনো সময় মেঘনার জোয়ারের পানিতে লোকালয় তলিয়ে যেতে পারে বলে শঙ্কা তাদের। স্থানীয়রা জানান, সোমবার ভোররাতে সড়কটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায়। এছাড়া ফেরিঘাটের মসজিদ মোড়ের রাস্তা বিলীন হওয়ার পথে। ভোলা পাউবোর নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রবিবার সকাল থেকে তারা কাজ করতে পারেননি। তবে সোমবার কাজ শুরু করেছেন। জেলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহিন সরকার বলেন, ভাঙন বন্ধ না হলে রাস্তা মেরামত করা সম্ভব হবে না।

সর্বশেষ খবর