মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

সাত চিকিৎসককে শোকজ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা ৫০ শয্যা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সাত চিকিৎসকে কারণ দর্শানো নোটিস দিয়েছেন ইউএইচও। গত শনিবার ১০ জন চিকিৎসক অনুপস্থিত থাকলেও রবিবার বিকালে শোকজ করা হয়েছে সাতজনকে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, কোন অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে গত ২৬ জুলাই সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা. হাসিনা আখতার বেগম স্বাক্ষরিত একপত্রে সাত চিকিৎসককে শোকজ করা হয়েছে। ভালুকায় ফাইল ও খাতা জব্দ : প্রতিনিধি জানান, ময়মনসিংহের ভালুকায় সোমবার দুপুরে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালাক অধ্যাপক ডা. দীন মোহম্মদ নূরুল হক। পরিদর্শনকালে তিনি রোগীদের সঙ্গে কথা বলে এবং বিভিন্ন কক্ষ ঘুরে দেখে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার-পরিছন্নতায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি হাসপাতালের কর্মরত ১২ ডাক্তারের অনুপস্থিত থাকার কারণে তাদের ছুটির ফাইল, হাজিরা খাতা জব্দ করে নিয়ে যান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা কামাল, ভালুকা টি এইচ এ ডা. মুঞ্জুরুল ইসলাম।

 

সর্বশেষ খবর