মঙ্গলবার, ২৮ জুলাই, ২০১৫ ০০:০০ টা

কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি

কক্সবাজারে বন্যা পরিস্থিতির অবনতি

কক্সবাজারে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পাঁচ উপজেলার প্রায় ৩ লক্ষাধিক মানুষ এখনও পানিবন্দী অবস্থায় রয়েছেন। এখনও টানা বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকায় বন্যা কবলিত উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

এসব উপজেলার অভ্যন্তরীণ সড়কগুলো প্লাবিত হওয়ায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে পড়েছে। দুর্গত এলাকার মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্র ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছেন। বন্ধ হয়ে গেছে সব ধরণের শিক্ষা প্রতিষ্ঠান। তৃতীয় দিনের মতো কক্সবাজার-টেকনাফ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজুল আলম জানান, পাহাড়ি ঢলে ও প্রবল স্রোতে রামু উপজেলার রাজারকূল গ্রামের ছিদ্দিক আহমদের ছেলে আব্দুস সালাম (১৮) ও কচ্ছপিয়া গ্রামের ১৩ দিনের নবজাতক শিশু পানিতে ভেসে গেছে।

বন্যা কবলিত এলাকাগুলো হলো- কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের চান্দেরপাড়া, খরুলিয়া, দরগাহপাড়া, পোকখালীর মধ্যম পোকখালী, নাইক্ষংদিয়া, চৌফলদণ্ডী, নতুন মহাল, ঈদগাঁওর মাইজপাড়া, ভাদিতলা, ভোমরিয়াঘোনা, কানিয়ারছড়া, ঈদগাঁও বাজার এলাকা, কালিরছড়া, রামুর উপজেলার ধলিরছড়া, রশিদনগর, জোয়ারিয়ানালা, উত্তর মিঠাছড়ি, পূর্ব ও পশ্চিম মেরংলোয়া, চাকমারকুল, কলঘর, লিংকরোড়, চকরিয়ার উপজেলার ভাঙ্গারমুখ, ফাসিয়াখালী, মালুমঘাট, ডুলহাজারা, খুটাখালী, ফুলছড়ি ও ইসলামপুরের বিস্তীর্ণ এলাকা।

বিডি-প্রতিদিন/ ২৮ জুলাই, ২০১৫/ রোকেয়া।

সর্বশেষ খবর