বুধবার, ২৯ জুলাই, ২০১৫ ০০:০০ টা
সোনারগাঁ উপজেলা

পাতানো টেন্ডারে দেড় কোটি টাকার কাজ

সোনারগাঁ উপজেলায় পাতানো টেন্ডারে উপজেলা পরিষদের চারপাশের দেয়াল নির্মাণের চারটি কাজ একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় এমপি ও উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অন্ধকারে রেখে দেড় কোটি টাকার এ কাজটি দেওয়া হয়েছে মাইক্রো ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠানকে। এর পেছনে 'টাকার খেলা' কাজ করেছে বলে অভিযোগ শোনা যায়। জানা গেছে, আবু নাসের ভূঁইয়া সোনারগাঁয়ের ইউএনও হিসেবে যোগদানের পর এ উপজেলায় হওয়া ৫০ কোটি টাকার উন্নয়নকাজ পেয়েছে মাইক্রো ইন্টারন্যাশনাল। সূত্র জানায়, উপজেলা পরিষদের চারপাশের দেয়াল নির্মাণ কাজের জন্য চারটি টেন্ডার আহ্বান করে একটি তৃতীয় শ্রেণির জাতীয় দৈনিকে বিজ্ঞাপন দেওয়া হয়। চারটি টেন্ডারের মধ্যে দুটি ছিল ৩৫ লাখ টাকা করে ৭০ লাখ টাকার কাজ। আর অন্য দুটি কাজ ৪০ লাখ টাকা করে ৮০ লাখ টাকার। গত ২৮ মে পত্রিকাটিতে বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পর ওই সিন্ডিকেট সোনারগাঁ থেকে ওই পত্রিকার সব কপি কিনে নেয়। তারা নিজেরাই সর্বোচ্চ ও সর্বনিম্ন দরদাতা সেজে কাজ বাগিয়ে নেয়। মাইক্রো ইন্টারন্যাশনাল সর্বনিম্ন দরদাতা হয়। ওই টেন্ডারে নাদিম এন্টারপ্রাইজসহ অন্য একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ দেখানো হয়। উপজেলা প্রকৌশলী নূরুন্নবী পাঠানের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন না ধরায় এ ব্যাপারে তার বক্তব্য নেওয়া যায়নি। পাতানো টেন্ডারে কাজ দেওয়ার বিষয়ে জানতে চেয়ে যোগাযোগ করা হলে সোনারগাঁ উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম রূপম বলেন, এ ব্যাপারে তিনি খোঁজখবর নিয়ে দেখবেন।

স্থানীয় এমপি (নারায়ণগঞ্জ-৩ সোনারাগাঁ) লিয়াকত হোসেন খোকার দৃষ্টি আকর্ষণ করে জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। সোনারগাঁর ইউএনওর দায়িত্বে থাকা আড়াইহাজার উপজেলার ইউএনও মোহাম্মদ সামশুল হক বলেন, একটি ট্রেনিংয়ে অংশ নিতে ইউএনও ভারতে গেছেন।

সর্বশেষ খবর