বুধবার, ২৯ জুলাই, ২০১৫ ০০:০০ টা

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত, আহত ৮০

কুমিল্লায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত ও আহত হয়েছেন ১৫ জন। দিনাজপুরে সড়কে প্রাণ গেছে এক যুবকের। এছাড়া লক্ষ্মীপুর ও বগুরায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৫ জন। নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর-

কুমিল্লা : কুমিল্লার বুড়িচংয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। উপজেলার কালাকচুয়া এলাকায় মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত একজনের পরিচয় জানা গেছে। তিনি নোয়াখালী সদর উপজেলার লালপুরের দিলু মিয়ার ছেলে শাওন। আহতদের কুমিল্লা মেডিকেলসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দিনাজপুর : দিনাজপুর-রংপুর মহাসড়কের রাণীরবন্দরে সড়ক দুর্ঘটনায় আহত সন্তোষ চন্দ্র রায় সোমবার রাতে দিনাজপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সন্তোষ চিরিরবন্দর উপজেলার জোত সাতনালা গ্রামের মনমোহন চন্দ্র রায়ের ছেলে। সোমবার দুপুরে বাসের ধাক্কায় আহত হয়েছিলেন তিনি। বগুড়া : শেরপুর উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৩৫ যাত্রী আহত হয়েছেন। উপজেলার ছোনকার বিরইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে সোমবার রাত ১২টার দিকে এ দুঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। লক্ষ্মীপুর : লক্ষ্মীপুর-চট্টগ্রাম মহাসড়কের চরচামিতা বাজার এলাকায় গতকাল যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ যাত্রী। এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। অন্যদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

 

সর্বশেষ খবর