বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০১৫ ০০:০০ টা

ঘূর্ণিঝড় মোকাবেলায় পিরোজপুরে ৮ কন্ট্রোল রুম

ঘূর্ণিঝড় মোকাবেলায় পিরোজপুরে ৮ কন্ট্রোল রুম

উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'কোমেন' মোকাবেলায় পিরোজপুরে আটটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঘূর্ণিঝড়ের কারনে জেলার মঠবাড়িয়া ও জিয়ানগর উপজেলাকে বিশেষ সতর্কতায় রাখা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় জেলায় সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে।

জেলার ৭টি উপজেলার প্রতিটিতে ও জেলা সদরে একটিসহ মোট ৮টি কন্ট্রোল রুম খোলা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় জেলার স্বাস্থ্য বিভাগ ও ফায়ার সার্ভিসকে প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রস্তুত রয়েছে স্বেচ্ছাসেবকগণও। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা ও উপজেলা কর্মকর্তাদের নিয়ে জরুরি সভা করা হয়েছে। পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. মানিকহার রহমান জানান, তাদের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জেলার সকল সাইক্লোন সেল্টারগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

জেলার পাড়েরহাট মৎস্য বন্দরের সকল মাছ ধরার ট্রলার নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে বলে জানা গেছে। 

 

বিডি-প্রতিদিন/৩০ জুলাই ২০১৫/এস আহমেদ

সর্বশেষ খবর