শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
সাগরে ট্রলারডুবি

মনপুরার ৪০ জেলে নিখোঁজ

চার দিন আগে সাগরে মাছ ধরতে গিয়ে গতকাল বিকাল পর্যন্ত কূলে ফিরে না আসায় মনপুরা উপজেলার ৪০ জেলে নিখোঁজ হয়েছেন বলে স্বজনরা দাবি করেছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান অলিউল্লাহ কাজল নিখোঁজ জেলেদের উদ্ধারের জন্য পুলিশ ও কোস্টগার্ডের সহায়তা চেয়েছেন। ধারণা করা হচ্ছে, ওই দুটি ট্রলার ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে। মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের চেয়ারম্যান অলিউল্লাহ কাজল ও মনপুরা থানার ওসি হানিফ সিকদার ট্রলার ডুবির ঘটনা শুনেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। নিখোঁজ ট্রলারের মালিক কুমিল্লার নাঙ্গলকোট এলাকার ব্যবসায়ী মো. মোস্তফা কামাল মোবাইল ফোনে জানান, রিভার মেইড ও মুক্তার মালা-৮ নামের দুটি ট্রলারে ৪০ জন ছিল। এদের বেশির ভাগের বাড়ি মনপুরার সাকুচিয়া ইউনিয়নের গোয়ালিয়া গ্রামে। দুই দিন ধরে ট্রলারের কারও সঙ্গে যোগাযোগ নেই। এদিকে স্থানীয় সূত্রে নিখোঁজ জেলেদের মধ্যে সালাউদ্দিন মাঝি, সোহেল, রিয়াজ, মহসিন, ইউনুছ, রুবেল, সামসুদ্দিন, জাকির, জেলে সামসুদ্দিন, নুরন্নবী, সিরাজ, ইব্রাহিম, আকবর, কবির, আলাউদ্দিন, হাবিব, আবদুল রশিদ, আজিজুল ইসলাম, কালাম, ইউছুফ ও বিল্লালের নাম জানা গেছে। ভোলা কোস্টগার্ডের লে. কমান্ডার আরিফ জানান, ট্রলার মালিক মোস্তফা জানিয়েছেন তার দুটি ট্রলারের কোনো খোঁজ পাচ্ছেন না। চার দিন আগে ট্রলার দুটি সাগরে মাছ ধরতে গিয়েছিল।

সর্বশেষ খবর