শনিবার, ১ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

খানাখন্দে বেহাল সড়ক ভোগান্তিতে রায়পুরবাসী

খানাখন্দে বেহাল সড়ক ভোগান্তিতে রায়পুরবাসী

রায়পুর-হায়দরগঞ্জ সড়ক

দীর্ঘদিন সংস্কারের অভাবে লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌরসভার বেশির ভাগ পাকা সড়কের এখন বেহালদশা। কার্পেটিং উঠে খানাখন্দের সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে এসব সড়ক। এতে উপজেলার প্রায় তিন লাখ বাসিন্দা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। সরেজমিন দেখা গেছে, উপজেলার রায়পুর-রামগঞ্জ, রায়পুর-হায়দরগঞ্জ, রায়পুর-কাপলাতলি, উপজেলার মোড় থেকে টিসি সড়ক, রায়পুর থেকে মীরগঞ্জ সড়ক ও পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আবদুল জলিল মিয়া সড়কের কার্পেটিং উঠে অসংখ্য ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। কাঞ্চনপুর-দেনায়েতপুর গ্রামের মধ্যবর্তী সংযোগ সড়কটির অবস্থাও নাজুক। দীর্ঘদিন সড়কগুলো সংস্কারের অভাবে প্রায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রায়পুর পৌরমেয়র এবিএম জিলানী জানান, পৌরসভার আয় দিয়ে পৌর কর্মচারীদের বেতন দিতেই হিমশিম খেতে হয়। সরকারি বা বিদেশি সহায়তা ছাড়া এসব রাস্তার উন্নয়ন সম্ভব নয়। স্থানীয় সংসদ সদস্য আবু নোমান জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে রায়পুর-হায়দরগঞ্জ সড়ক সংস্কার শুরু হবে। চলতি অর্থবছরে অন্য রাস্তার মেরামত কাজ হওয়ার ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

 

সর্বশেষ খবর