রবিবার, ২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

জয়পুরহাটে পাচারের কবল থেকে রক্ষা ২০ যুবকের

জয়পুরহাটে পাচারের কবল থেকে রক্ষা ২০ যুবকের

পাচারের হাত থেকে উদ্ধার যুবকরা -বাংলাদেশ প্রতিদিন

শহরের দুটি আবাসিক হোটেলে গোয়েন্দা পুলিশের পৃথক দুই অভিযানে ভারত ও নেপালে পাচারের উদ্দেশ্যে আনা ২০ যুবককে উদ্ধার করা হয়েছে। এ সময় পাচারকারী দলের এক সদস্যকে আটক করা হয়েছে। ডিবির ওসি মাহফুজুর রহমান জানান, শুক্রবার রাতে শহরের সৌরভ আবাসিক হোটেল ও গতকাল সকালে পৃথিবী কমপ্লেক্সে অভিযান চালিয়ে ২০ যুবককে উদ্ধার ও লাবলু আকন্দ নামে পাচারকারী দলের এক স্থানীয় সদস্যকে আটক করা হয়। লাবলু আকন্দ জয়পুরহাট সদর উপজেলার চকদাদরা গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে। উদ্ধার হওয়া সবাই নরসিংদী ও গাইবান্ধা জেলার বাসিন্দা। হোটেল পৃথিবী কমপ্লেক্স থেকে উদ্ধারকৃত ১১ জনই নরসিংদী জেলার শিবপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। তারা হলেন- সৌরভ, আনামপুর গ্রামের আল আমীন, পলাশ, নাজমুল, মেরাজ, খোকন মিয়া, নুরুল, কবির, জাকির হোসেন ও কাজল। হোটেল সৌরভ থেকে উদ্ধারকৃত ৯ জনের মধ্যে ৭ জনই গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার রাম ডাকুয়া গ্রামের বাসিন্দা। তারা হলেন- জাকারিয়া, জাহিদুল ইসলাম, ফারুক মিয়া, মোসাদ্দেক হোসেন, মানিক মিয়া, হানিফা ও আল আমিন। অপর দুজন হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার চাঁন্দের কান্দি গ্রামের রমজান আলী ও একই জেলার শিবপুর উপজেলার ধনিয়া গ্রামের নজিমদ্দীন। জয়পুরহাট পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম জানান, 'সংঘবদ্ধ পাচারকারীরা এসব নিরীহ প্রকৃতির যুবকদের নির্মাণ শ্রমিকের কাজ দেওয়া হবে বলে লোভ দেখিয়ে নেপালে পাচারের চেষ্টা করছিল।' এ ব্যাপারে পৃথক দুটি মামলা হয়েছে।

 

সর্বশেষ খবর