রবিবার, ২ আগস্ট, ২০১৫ ০০:০০ টা
বসতঘরে অগ্নিসংযোগ

খোলা আকাশের নিচে ক্ষতিগ্রস্ত পরিবার

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরমজিদ গ্রামে দুর্বৃত্তদের দেওয়া আগুনে বসতঘর হারিয়ে অসহায় একটি পরিবার দুদিন ধরে খোলা আকাশের নিচে বসবাস করছে। এ পর্যন্ত প্রশাসনিকভাবে কোনো সাহায্য-সহযোগিতা পায়নি পরিবারটি। থানায় মামলা দিলেও পুলিশ এখনো মামলা রেকর্ড করেনি। অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার দিবাগত রাতে। ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক আবুল খায়ের ও স্থানীয়রা জানান, পূর্বশত্রুতার জেরে গভীর রাতে তার বসতঘরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আবুল খায়ের আরো জানান, এ ঘটনায় চরজব্বর থানায় মামলা করলেও পুলিশ এখনো তা রেকর্ড করেনি। এতে তারা নিরপত্তাহীনতায় ভুগছেন। চরজব্বর থানার ওসি নিজাম উদ্দিন জানান, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ার কথা। এ কারণে পুলিশি ব্যবস্থা নিতে দেরি হচ্ছে।

 

সর্বশেষ খবর