সোমবার, ৩ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

চাঁদা না পেয়ে ভাঙচুর আট লাখ টাকা লুট

চাঁদা না দেওয়ায় ফেনীর সোনাগাজী বাজারে প্রকাশ্যে ডাচ বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট অফিস নিহাদ টেলিকমে ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় দোকানে থাকা আট লাখ টাকা লুট করে তারা। গতকাল বিকালে এ ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে। মোবাইল ব্যাংকিংয়ের এজেন্ট ও নিহাদ টেলিকমের মালিক আবদুল খালেক জানান, স্থানীয় কিছু সন্ত্রাসী শনিবার তার কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তার এজেন্ট ও দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তারা। রবিবার বিকালে ৫-৬ যুবক তাকে মারধর ও দোকানে ভাঙচুর চালিয়ে আট লাখ টাকা ছিনিয়ে নেয়।

খালেক আরও জানান, তার দোকানে দুই লাখ টাকা জমা ছিল। এছাড়া সাউথ ইস্ট ব্যাংক থেকে পাঁচ লাখ ও ব্রাক ব্যাংক থেকে এক লাখ টাকা তিনি উত্তোলন করে দোকানে রেখে ছিলেন। সোনাগাজী মডেল থানার ওসি জানান, হামলার ঘটনা সত্য। তবে কত টাকা নিয়ে গেছে সে ব্যাপারে তিনি নিশ্চিত নন।

সর্বশেষ খবর