সোমবার, ৩ আগস্ট, ২০১৫ ০০:০০ টা

নেত্রকোনায় পিতা হত্যার দায়ে পুত্রের মৃত্যুদণ্ড

নেত্রকোনায় পিতা হত্যার দায়ে পুত্রের মৃত্যুদণ্ড

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে বুধু মিয়াকে হত্যার অভিযোগে তার পুত্র আ. হেকিমের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন নেত্রকোনার অতিরিক্ত দায়রা জজ আদালত। সোমবার বেলা সাড়ে ১১ টায় অতিরিক্ত দায়রা জজ আব্দুল হামিদ এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের বুধু মিয়ার পুত্র আ. হেকিম নিজ নামে পৈত্রিক জমি লিখিয়ে নেয়ার জন্য পিতাকে দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিলেন। এরই এক পর্যায়ে ২০০৬ সালের ৮ অক্টোবর আ. হেকিম পিতাকে কুঠার দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ হেকিমকে গ্রেফতার করে।

ওইদিনই মৃতের বড় ছেলের পুত্র মো. রিটন বাদী হয়ে চাচা হেকিমকে একমাত্র আসামি করে কেন্দুয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত শেষে নভেম্বরের ৩০ তারিখ আদালতে চার্জশীট দাখিল করলে মোট ৬ জন স্বাক্ষীর স্বাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

 

বিডি-প্রতিদিন/০৩ আগস্ট ২০১৫/ এস আহমেদ

সর্বশেষ খবর